সড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকসহ ১৭ গরু লুট
Published: 28th, May 2025 GMT
মহাসড়কে ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে ট্রাকসহ ১৭টি গরু নিয়ে গেছে ডাকাতরা। তারা ট্রাক চালকসহ তিনজনকে হাত-পা ও মুখ বেঁধে রাজশাহীর চারঘাটে সড়কের পাশে ফেলে যায়। গরুগুলো কোরবানির হাটের জন্য ব্যাপারীরা দিনাজপুর থেকে অন্য জেলায় নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) রাত ২টার দিকে দাশুড়িয়া-নাটোর-রাজশাহী আঞ্চলিক সড়কের পাবনার ঈশ্বরদীর মুলাডুলি-শেখপাড়া এলাকার মধ্যবর্তী স্থানে ডাকাতিটি হয়।
বুধবার (২৮ মে) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো.
আরো পড়ুন:
ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর
ঈদে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ডাকাত আতঙ্ক
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রাত ২টার দিকে দিনাজপুর থেকে আসা একটি গরু বোঝাই ট্রাক ঈশ্বরদীর মুলাডুলি এলাকা অতিক্রমকালে ডাকাতদের কবলে পড়ে। ডাকাতদলে সাত থেকে আটজন সদস্য ছিলেন। তারা আরেকটি ট্রাক দিয়ে সড়কে ব্যারিকেড দেয় এবং গরু বোঝাই ট্রাকটি অবরোধ করে। এরপর অস্ত্রের মুখে ট্রাকচালক, হেলপারসহ তিনজনের হাত-পা ও মুখ বেঁধে অপহরণ করে এবং গরুগুলো লালনশাহ সেতু দিয়ে নিয়ে যায়।
ঈশ্বরদী থানার এসআই শরিফুজ্জামান বলেন, ডাকাতির খবর পাওয়ার পরপরই অভিযান শুরু করা হয়। ভোরে লালনশাহ সেতুর সিসিটিভি ফুটেজে দেখা যায়, ডাকাত দল সেতু পার হয়ে ভেড়ামারা অতিক্রম করেছে। এ সময় তাদের আরেকটি ট্রাক লালনশাহ সেতু পার না হয়ে অন্যদিকে চলে যায়। সম্ভবত ওই ট্রাকে চালকসহ জিম্মি তিনজন ছিলেন। রাজশাহীর চারঘাট সড়কের পাশে লুট হওয়া ট্রাকটির চালকসহ তিনজনকে ফেলে রেখে চলে যায় ডাকাতরা। সকালে চালকসহ তিনজন ঈশ্বরদী থানায় এসে ঘটনার বিস্তারিত জানান।
তিনি আরো জানান, ভোরে মোবাইল ফোনে পুলিশ জানতে পারে, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে গরু ডাকাতির ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরে সেখান থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, “ডাকাতির বিষয়ে জোর তদন্ত চলছে। ডাকাত গ্রেপ্তারে বিশেষ অভিযানও শুরু হয়েছে। গরু উদ্ধারেরও চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।”
ঢাকা/শাহীন/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গর চ লকসহ
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের মনোহরগঞ্জ উপজেলার ̄খিলা দক্ষিণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বাস রেখে চালক পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরো পড়ুন:
নিম্নমানের সরঞ্জাম দিয়ে সড়ক সংস্কার, দুদকের অভিযান
আখাউড়ায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ২
প্রতক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খিলা বাজার এলাকায় মালবাহী ট্রাক ডানদিকে ইউটার্ন নিচ্ছিল। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেপরোয়া গতির নীলাচল পরিবহণের যাত্রীবাহী বাস পিছন থেকে ওভারটেক করার সময় খিলা অভিমুখে যাওয়া অটোরিকশাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় চালকসহ অটোরিকশায় থাকা দুই যাত্রী ছিটকে পড়ে। ঘটনাস্থলে যাত্রী শাহ আলম (৬৫) মারা যায়। তিনি খিলা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
ঘটনাস্থল থেকে গুরুতর আহত অটোরিকশা চালক বাদলকে (১৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আরেক যাত্রী অটোরিকশাচালক বাদলের বাবা গুরুতর আহত শফিকুর রহমানকে (৬২) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা/রুবেল/বকুল