একই স্থানে কোরবানির পশুর হাট নিয়ে দু’পক্ষের উত্তেজনা
Published: 29th, May 2025 GMT
কালিয়াকৈর উপজেলায় একই স্থানে দুই পক্ষের কোরবানির পশুর হাট বসানো নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর চার রাস্তা এলাকায় এ হাট বসানো হয়েছে।
বুধবার সরেজমিন জানা যায়, জামালপুরে ১৪-১৫ বছর আগে এলাকার শতাধিক ব্যক্তি সমবায় সমিতির মাধ্যমে গরুর হাট বসান। এর আয় দিয়ে সমিতির নামে ২০ শতাংশ কেনা ও বনের জমিতে প্রত্যেক শনিবার পশু বেচাকেনা চলে আসছে। শেখ হাসিনা সরকার পতনের পর স্থানীয় কিছু প্রভাবশালী হাটটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন।
দুই পক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে। এরই মধ্যে গত ১৩ ফেব্রুয়ারি টেন্ডারের মাধ্যমে ভ্যাটসহ ১ কোটি ৩৩ লাখ টাকায় লুৎফর রহমান নামে এক ব্যক্তি ইজারা নেন। এরপর তিনি হাট বসাতে গেলে সমিতির পক্ষে মো.
লুৎফর রহমান ৩০ ফুট দূরে একটি পতিত জমিতে হাট বসিয়ে পশু বেচাকেনার ব্যবস্থা করেন। সমিতির পক্ষে সাবেক ইজারাদার নওজেস আলীর লোকজন পুরোনো হাটের জায়গায় অনুমোদন ছাড়া অস্থায়ী হাট বসিয়ে পশু বেচাকেনার ব্যবস্থা করলে গত শনিবার দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় লুৎফর রহমান নওজেস আলীসহ চার-পাঁচজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন। ঢাকা বিভাগীয় কমিশনারের কাছেও অস্থায়ী গরুর হাটের অনুমোদন না দিতে আবেদন করেছেন। সফিপুর এলাকার ক্রেতা হাসান খান, খবির উদ্দিন, ভান্নারা এলাকার রাহাজ উদ্দিনের ভাষ্য, শনিবার গরু কিনতে গিয়ে বেকায়দায় পড়েন তারা। একটি হাট হলে ক্রেতা-বিক্রেতাদের জন্য ভালো হবে।
স্থানীয় বাসিন্দা সুজন মাহমুদ, শরবেশ আলী, আনোয়ার হোসেন জানান, আওয়ামী লীগের আমলে নওজেস আলীর লোকজন সমিতির নামে এককভাবে হাট ইজারা নিয়েছে। এবার ইউএনওর দপ্তরে টেন্ডার হয়েছে। লুৎফর রহমান ইজারা পেলেও নওজেসের লোকজন অস্থায়ী হাট বসানোর প্রস্তুতি নিয়েছে। গত শনিবার হাতাহাতি হয়েছে। আগামী শনিবারও মারামারির আশঙ্কা রয়েছে।
কোরবানির ঈদ উপলক্ষে অস্থায়ী ইজারা এনেছেন দাবি করে নওজেস আলীর বড় ছেলে অস্থায়ী হাট বসানোর উদ্যোক্তা নিজাম আলী বলেন, ‘আমরা সাত দিনের জন্য হাট বসানোর প্রস্তুতি নিয়েছি।’ যদিও অস্থায়ী ইজারার অনুমতিপত্র দেখতে চাইলে তিনি তাতে রাজি হননি।
ইজারাদার লুৎফর রহমান বলেন, ‘জামালপুর গরুর হাটটির সর্বোচ্চ দরদাতা হওয়ায় ইউএনও বিধি মোতাবেক আমাকে ইজারা দিয়েছেন। নিয়ম অনুসারে তিন কিলোমিটারের মধ্যে কোনো স্থায়ী বা অস্থায়ী হাট বসাতে পারবে না। এখানে অস্থায়ী হাট বসালে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব।’
মধ্যপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছান আলী বলেন, ‘কোনো পক্ষই অনুরোধ না মেনে ৩০ ফুটের মধ্যে দুটি হাট বসানোর প্রস্তুতি নিয়েছে।’
অস্থায়ী গরুর হাট বসানোর আবেদন পেয়েছেন জানিয়ে ইউএনও কাউছার আহামেদ বলেন, হাটটি সরকারিভাবে লুৎফর রহমান ইজারা নিয়েছেন। এর পাশে আরেকটি বসানোর সুযোগ নেই।
উৎস: Samakal
কীওয়ার্ড: ল ৎফর রহম ন র ল কজন
এছাড়াও পড়ুন:
‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’
ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা আরিফা পারভীন মৌসুমী। সোমবার (৩ নভেম্বর) ৫২ বছর বয়স পূর্ণ করলেন এই অভিনেত্রী। বিশেষ এই দিনে দেশে নেই, সন্তানদের সঙ্গে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী।
মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকলেও বাংলাদেশে অবস্থান করছেন তার স্বামী ওমর সানী। সোমবার (৩ নভেম্বর) সকালে চিত্রনায়ক ওমর সানী কয়েকটি ছবি তার ফেসবুকে পোস্ট করে স্ত্রীকে ভালোবাসার বার্তা দিয়েছেন।
আরো পড়ুন:
মৌসুমীকে বিয়ে করা কি ভুল ছিল ওমর সানীর
তারকাদের ব্যাংক হিসাব জব্দ
এসব ছবির ক্যাপশনে ওমর সানী লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব, আর যারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা নিউজ করে ওরা হচ্ছে…। শুভ জন্মদিন।”
জন্মদিনের প্রথম প্রহর থেকে ভক্ত-অনুরাগীরা প্রিয় অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন। ওমর সানীর এই পোস্টে নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমীকে।
চিত্রনায়িকা মুনমুন লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, প্রিয় অভিনেত্রী মৌসুমী আপা।” শাহনূর লেখেন, “শুভ জন্মদিন আপু।” আইরিন সুলতানা লেখেন, “শুভ জন্মদিন।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।
১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবার নাম নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। ছোটবেলা থেকেই অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন মৌসুমী। এরপর ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে কাজের সুযোগ পান।
চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটিবদ্ধ হন এ অভিনেত্রী। প্রথম সিনেমাতে নিজেদের মেধার জানান দেন সালমান শাহ ও মৌসুমী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনই ঢালিউডে নিজেদের অবস্থান তৈরি করে নেন। তারপর তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে মেধার দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী।
নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই অভিনেত্রী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ঢাকা/শান্ত