চট্টগ্রামে প্রথম জোড়া লাগানো যমজ শিশুর সফল অস্ত্রোপচার
Published: 29th, May 2025 GMT
চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে প্রথমবারের মতো জোড়া লাগানো যমজ শিশুর সফল অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের পর দুই নবজাতকই সুস্থ রয়েছে। ৬ মে নগরের অ্যাপোলো ইমপিরিয়াল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় যমজ এই শিশুদের। পরদিন ৭ মে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা হয়।
সাতকানিয়ার বাসিন্দা সুরাইয়া বেগম যমজ এই সন্তানদের জন্ম দেন। দুই শিশুর নাম রাখা হয়েছে রিয়াশাদ জাফর চৌধুরী ও রেনিশ জাফর চৌধুরী। আজ বৃহস্পতিবার নবজাতক দুটিকে নিয়ে বাড়ি ফেরার কথা রয়েছে। বিকেলে এক সংবাদ সম্মেলনে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার বিষয়টি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। নগরের অ্যাপোলো ইমপিরিয়াল হাসপাতালের সেমিনার কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অস্ত্রোপচারে নেতৃত্ব দেন শিশু সার্জন আদনান ওয়ালিদ। তিনি জানান, এটি তাঁর প্রথম এ ধরনের অস্ত্রোপচার হলেও আগে ঢাকায় শিশু শিফা ও রিফাকে আলাদা করার সময় তিনি পর্যবেক্ষক হিসেবে ছিলেন। এবার তিনি পুরো চিকিৎসা দলের নেতৃত্ব দেন। জন্মের ২৩ ঘণ্টার মধ্যে শিশু দুটির অস্ত্রোপচার করা হয়, যা দেশের ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে জোড়া লাগানো শিশু আলাদা করার ঘটনা বলে দাবি করেন তিনি।
আদনান ওয়ালিদ বলেন, ‘এটি ছিল অত্যন্ত জটিল একটি অস্ত্রোপচার। দুই নবজাতকের বুক ও পেটের অংশ প্রায় আড়াই ইঞ্চি পর্যন্ত সংযুক্ত ছিল। শ্বাসনালির একটি অংশও একসঙ্গে ছিল। আমরা ঝুঁকি নিয়েই অস্ত্রোপচার করেছি। অবেদনবিদসহ বিভিন্ন বিভাগের ১৮ জন চিকিৎসক এতে অংশ নেন এবং প্রায় তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে।’
দ্রুত অস্ত্রোপচারের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, শিশু দুটির ওজন কম ছিল, তাই পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সফল ফল পাওয়া গেছে।
প্রসূতিবিশেষজ্ঞ রেশমা শারমিন বলেন, ২৮ সপ্তাহে আলট্রাসনোগ্রাফিতে শিশু দুটি জোড়া লাগানো বলে ধরা পড়ে। পরে আরও দুবার আলট্রাসনোগ্রাফির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকেরা। গর্ভাবস্থায় এক শিশুর রক্ত সঞ্চালন কম পাওয়ায় চিকিৎসা দেওয়া হয়। ৩৪ সপ্তাহে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় শিশু দুটিকে। জন্মের সময় তাদের ওজন ছিল যথাক্রমে ৯৭৩ ও ১০৪৫ গ্রাম। বর্তমানে ওজন বেড়ে দাঁড়িয়েছে ১২৫৫ ও ১৩৫০ গ্রামে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান ওয়াহেদ মালেক, ব্যবস্থাপনা পরিচালক নাফিদ নবী, প্রধান নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন, ডেপুটি চিফ অব মেডিকেল সার্ভিসেস ফজল-ই-আকবর ও অবেদনবিদ মো.
ওয়াহেদ মালেক বলেন, ‘চট্টগ্রামে প্রথমবারের মতো এমন একটি জটিল অস্ত্রোপচার সফলভাবে করতে পেরে আমরা গর্বিত। জোড়া লাগানো শিশুদের ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি। অনেক সময় অপারেশনের পরও তাদের বাঁচানো যায় না। তবে আমাদের নবজাতক দুটি সুস্থ আছে।’
চিকিৎসকদের মতে, প্রতি দুই লাখ শিশুর মধ্যে একজন এভাবে জোড়া লাগানো অবস্থায় জন্মায়। এদের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ একত্রে সংযুক্ত থাকায় ভবিষ্যতে জটিলতা দেখা দিতে পারে। তবে চিকিৎসকেরা মনে করছেন, চট্টগ্রামের এই দুই নবজাতকের ক্ষেত্রে এমন শঙ্কা নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিশুদের বাবা, চট্টগ্রামের ব্যবসায়ী রিয়াজ আহমেদ চৌধুরী। তিনি বলেন, ‘২৮ সপ্তাহে আলট্রাসনোগ্রাফিতে যখন বিষয়টি ধরা পড়ে, তখন থেকে ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। চিকিৎসকেরা সাহস জুগিয়েছেন, তাঁদের কারণেই আমরা এই অস্ত্রোপচারে সম্মত হই। এখন আমরা দুই সন্তানকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছি।’
শিশুদের মা সুরাইয়া বেগম বলেন, ‘মনে হয়েছিল মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। পরে চিকিৎসকদের আন্তরিকতা ও সাহস দেখে আমরা ধীরে ধীরে ভরসা পাই। তাঁদের জন্যই আজ আমাদের সন্তান দুটিকে নিয়ে বাসায় ফিরতে পারছি।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ ক ৎসক
এছাড়াও পড়ুন:
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন।
আরো পড়ুন:
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
আমি খুব কেঁদেছিলাম: মোহিনী
অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।
ঢাকা/শান্ত