পরকীয়ার জের ধরে ২২ দিনের শিশুকে হত্যা করার অভিযোগ উঠেছে মা ও তার প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন, পোড়াদহ চিথলিয়া এলাকার সেরেবুল ইসলাম (২৮), মা মিতা খাতুন (২৫), সাইদুল ইসলাম (৫০) ও চাঁদনী খাতুন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আট মাস আগে জেলার খলিসাকুন্ডি এলাকার রাজুর সঙ্গে মিতা খাতুনের বিয়ে হয়। মিতা খাতুন সম্প্রতি এক কন্যা সন্তানের জন্ম দেন। এই বাচ্চা নিয়ে রাজু ও মিতার মাঝে ঝগড়া বিবাদ লেগে থাকে। যার পরিপ্রেক্ষিতে মিতা বাচ্চা নিয়ে বাবার বাড়ি চিথলিয়া চলে আসে। মিতা বাবার বাড়িতে আসার পর ‘বাচ্চাটির বাবা কে’ এ নিয়ে প্রেমিক সেরেবুলের সঙ্গে তার ঝামেলা শুরু হয়। পরবর্তীতে মিতা ও সেরেবুল বাচ্চাটিকে হত্যার সিদ্ধান্ত নেয়।

আরো পড়ুন:

পরকীয়ার জেরে কবিরাজকে খুন: দেবর-ভাবীর মৃত্যুদণ্ড

ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও নারীকে কুপিয়ে হত্যা, আহত ৪

এ ঘটনায় সেরেবুলের বাবা ও তার ভাবি শিশুকে হত্যায় সহায়তা করে। গত ২৫ মে মেয়েটিকে হত্যা করে সেরেবুল ও মিতা। পরে পাশের খালে লাশ ফেলে দেয়। তারা অপপ্রচার করতে থাকে মিতার স্বামী রাজু বাচ্চাটি চুরি করে নিয়ে গেছে। ২৫ মে রাতে মিতা খাতুন মিরপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। তাৎক্ষণিক মিরপুর থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। আজ বৃহস্পতিবার (২৯ মে) জিজ্ঞাসাবাদে মিতা ঘটনার বিষয়ে স্বীকার করে।  

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ ও মামলা তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে চার আসামিকে গ্রেপ্তার করে।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে শিশুটির মা মিতা খাতুনের স্বীকারোক্তিতে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে খাল থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আসামিদের শুক্রবার (৩০ মে) স্বীকারোক্তি দেয়ার জন্য আদালতে পাঠানো হবে।

ঢাকা/কাঞ্চন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য মরদ হ গ র প ত র কর ল ইসল ম

এছাড়াও পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাদকসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশসহ তিনজনের আহতের ঘটনায় দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ী এলাকায় পুলিশের ওপর হামলা করা হয়। পরে রাতেই নালিতাবাড়ী থানায় পুলিশ মামলা করে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। বাকি দুইজনকে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার করা হয়। তাদের দুপুরে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

৫০ শয্যার থানচি হাসপাতাল চলছে একজন চিকিৎসকে

ফরিদপুরে পাগলা ঘোড়ার কামড়ে আহত ২০

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আসামি ধরতে গিয়ে দুই পুলিশসহ তিনজন আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন। 

তিনি আরো জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরমধ্যে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নালিতাবাড়ী থানার পুলিশ জানায়, উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ী এলাকার মাজম আলীর (৪০) বিরুদ্ধে ইয়াবাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে নালিতাবাড়ী থানা পুলিশের তিন সদস্যের দল অভিযান চালায়। তখন মাজম আলীসহ অন্য তিন মাদক কারবারি প্রতিবেশী মফিজুলের পতিত বাড়ির রান্নাঘরে বসে ইয়াবা লেনদেন করছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাজম আলীসহ অন্যদের ধরতে চাইলে নারী-পুরুষসহ স্বজনেরা পুলিশের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। 

আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আহতরা হলেন, নালিতাবাড়ী থানার এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল ও স্থানীয় বাসিন্দা শাহীন।

ঢাকা/তারিকুল/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪