দেশব্যাপী মোবাইল আর্থিক সেবাদানকারী এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের সার্বক্ষণিক অটোমেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেওয়ার লক্ষ্যে বিকাশ লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ২৮ মে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান এবং বিকাশ–এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন।

এই চুক্তির ফলে এখন থেকে ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট পরিচালনাকারী বিকাশ এজেন্ট ও ডিস্ট্রিবিউটররা ব্র্যাক ব্যাংকের এসএমই কারেন্ট অ্যাকাউন্টের ফান্ড ব্যবহার করে তাঁদের বিকাশ ওয়ালেটের জন্য ই–মানি কিনতে পারবেন এবং যেকোনো সময় ই–মানিকে ব্যাংক ডিপোজিটে রূপান্তর করতে পারবেন। এর ফলে ম্যানুয়াল ক্যাশ হ্যান্ডলিংয়ের প্রয়োজনীয়তা ও পরিচালনগত ঝুঁকি হ্রাস পাবে।

এই চুক্তির লক্ষ্য হলো, দেশজুড়ে বিকাশ–এর তিন লাখের বেশি এজেন্ট ও ডিস্ট্রিবিউটরসমৃদ্ধ বিস্তৃত নেটওয়ার্ককে সেবা দেওয়া।

এই উদ্যোগ ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ট্রানজেকশন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এসএমই ব্যাংকিংয়ে উদ্ভাবনের ওপর জোর দেবে। ক্লায়েন্টদের কাছে দেশের সবচেয়ে পছন্দের ট্রানজেকশন ব্যাংক হওয়ার যাত্রায় এই চুক্তি ব্র্যাক ব্যাংকের আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

চুক্তিটির বিষয়ে সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘আর্থিক লেনদেন ক্রমেই ডিজিটালাইজড হচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে ট্রানজেকশন ব্যাংক হিসেবে আমাদেরও গ্রাহক চাহিদার ধরন ও ব্যাপ্তির বিষয়টি মাথায় রেখে ভূমিকা পালন করতে হবে। এই চুক্তি আমাদের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করার যাত্রায় একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। আমাদের লক্ষ্য হলো, বিজনেসকে সহজ উপায়ে ম্যানুয়াল থেকে অটোমেটেড প্রক্রিয়ায় রূপান্তরিত করতে সহায়তা করা।’

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির বলেন, ‘আমরা একটি ক্যাশলেস ও কানেক্টেড অর্থনীতি তৈরির লক্ষ্যে কাজ করছি, যাতে এজেন্ট ও বিজনেস দ্রুত, নিরাপদ ও সহজ উপায়ে ফান্ড ব্যবস্থাপনা করতে পারে। ব্র্যাক ব্যাংকের সঙ্গে এই চুক্তির ফলে ট্রাস্টেড ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ডিজিটাল লেনদেনের এই ভিশন বাস্তবায়ন আরও সহজ হবে আমরা বিশ্বাস করি।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এই চ ক ত র লক ষ য

এছাড়াও পড়ুন:

এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ

এবি ব্যাংক পিএলসির উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের প্রকল্পের আওতায় আয়োজিত মাসব্যাপী “উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি”-এর সমাপনী অনুষ্ঠান কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি, প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচির আওতায় কয়েকজন উদ্যোক্তার মাঝে ঋণও প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। বিশেষ অতিথি ছিলেন এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান। এছাড়া, উপস্থিত ছিলেন এবি ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং ইফতেখার এনাম আওয়াল, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ওয়াসিম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ফজলুল হক এবং এবি ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ