নিজ বাড়ির টিনের চালের ওপর পড়ে ছিল দুই দিন ধরে নিখোঁজ তরুণের মরদেহ
Published: 3rd, June 2025 GMT
মাগুরায় নিজ বাড়ির টিনের চালের ওপর পড়ে থাকা এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার তাঁতিপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে গত রোববার দিবাগত রাত ১০টার পর থেকে ওই তরুণ নিখোঁজ ছিলেন। নিহত তরুণের পিঠে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত তরুণের নাম আমীন উদ্দিন ওরফে আল আমীন (১৯)। তিনি পৌরসভার তাঁতিপাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাসদস্য তবিবুর রহমানের ছেলে। আমীন মাগুরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহত তরুণের মা আনোয়ারা বেগম বলেন, রোববার রাত ১০টার দিকে ছেলের সঙ্গে তাঁর শেষ কথা হয়। তিনি তাঁকে জিজ্ঞেস করেন, ভাত খাবেন কি না। ছেলে বলেন, ‘আম খাব।’ তখন তাঁকে আম ও ছুরি এগিয়ে দিয়ে তিনি নামাজ পড়তে যান। নামাজ শেষে এসে ছেলেকে আর পাননি। তাঁর মুঠোফোন ঘরেই ছিল। এর পর থেকেই খোঁজাখুঁজি চলছিল। আজ দুপুরের পর বাড়ির টিনের চালের ওপর তাঁর লাশ পেলেন।
আনোয়ারা বেগম বলেন, ‘আপনাদের কাছে কিছু চাই না। শুধু আমার ছেলের হত্যার বিচার চাই। যেন নিজ চোখে দেখে যেতে পারি।’
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার ওই তরুণ নিখোঁজের ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এর পর থেকে তাঁকে খোঁজাখুঁজি চলছিল। আজ দুপুরের পর পরিবারের লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত তরুণের পরিবার যে বাড়িতে থাকে সেটা একতলা পাকা বাড়ি। এই বাড়ির দেয়াল ঘেঁষেই ছিল তাদের আরেকটি টিনের ঘর। লাশটি ওই টিনের ঘরের চালার ওপর পড়ে ছিল।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র চ ল র ওপর মরদ হ
এছাড়াও পড়ুন:
বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।
কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা/এনটি/ইভা