টিওআই-৬৮৯৪ নামের একটি নক্ষত্র পৃথিবী থেকে প্রায় ২৪০ আলোকবর্ষ দূরে লিও তারকামণ্ডলে অবস্থিত। নক্ষত্রটিতে থাকা শনি গ্রহের সমান বিশাল এক গ্রহের সন্ধান পেয়ে চমকে গেছেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, টিওআই-৬৮৯৪ নক্ষত্রটি সূর্যের ভরের এক–পঞ্চমাংশ ভরের সমান। বড় গ্রহ গঠনের উপযুক্ত পরিবেশ না থাকায় সাধারণত ছোট নক্ষত্রে পৃথিবী ও মঙ্গলের মতো ছোট ছোট গ্রহ থাকে। কিন্তু টিওআই-৬৮৯৪ ছোট নক্ষত্র হলেও নক্ষত্রটিকে আবর্তন করা টিওআই-৬৮৯৪বি নামের গ্যাসীয় গ্রহটি দৈত্যাকার।

বিজ্ঞানীদের তথ্যমতে, বিশাল গ্রহটি প্রায় তিন দিনে তার নক্ষত্রকে আবর্তন করছে। গ্রহটি আমাদের সূর্য ও পৃথিবীর তুলনায় নক্ষত্রের প্রায় ৪০ গুণ কাছাকাছি অবস্থিত। কাছাকাছি অবস্থানের জন্য গ্রহটির পৃষ্ঠ বেশ উষ্ণ। আকারে গ্রহটি শনির চেয়ে বড় কিন্তু বৃহস্পতির চেয়ে সামান্য ছোট। ভরের দিক থেকে শনি গ্রহের ৫৬ ভাগ ও বৃহস্পতি গ্রহের ১৭ ভাগ।

নতুন গ্রহটির বিষয়ে যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী এডওয়ার্ড ব্রায়ান্ট বলেন, ‘এই আবিষ্কার নিয়ে আমি খুব উত্তেজিত। টেস স্যাটেলাইটের তথ্য পর্যবেক্ষণের মাধ্যমে নতুন এই গ্রহের খোঁজ মিলেছে। এই দৈত্যাকার গ্রহ এখন পর্যন্ত জানা সর্বনিম্ন ভরের নক্ষত্রকে অতিক্রম করছে। আমরা আসলে আশা করিনি গ্রহটি এত কম ভরের নক্ষত্রকে কেন্দ্র করে বিকশিত হবে। এত ছোট নক্ষত্রকে কেন্দ্র করে কীভাবে এত বড় গ্রহ প্রদক্ষিণ করছে, তা বড় একটি প্রশ্ন।’

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের মুলার্ড স্পেস সায়েন্স ল্যাবরেটরির বিজ্ঞানী ভিনসেন্ট ভ্যান আইলেন জানিয়েছেন, ধুলা ও গ্যাসের ছোট মেঘের মধ্যে এমন একটি দৈত্যাকার গ্রহ তৈরি হওয়া কঠিন। বিশাল গ্রহ তৈরির আগে দ্রুতগতির একটি বৃহৎ গ্রহের কেন্দ্র প্রয়োজন হয়। সেই কেন্দ্রে প্রচুর গ্যাস জমা করার পরেই গ্রহের বিকাশ ঘটে। ছোট নক্ষত্রের ক্ষেত্রে বড় গ্রহ তৈরি করার জন্য পর্যাপ্ত ভর থাকে না।

সূত্র: এনডিটিভি

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ রহ র গ রহট

এছাড়াও পড়ুন:

‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’

ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা আরিফা পারভীন মৌসুমী। সোমবার (৩ নভেম্বর) ৫২ বছর বয়স পূর্ণ করলেন এই অভিনেত্রী। বিশেষ এই দিনে দেশে নেই, সন্তানদের সঙ্গে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। 

মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকলেও বাংলাদেশে অবস্থান করছেন তার স্বামী ওমর সানী। সোমবার (৩ নভেম্বর) সকালে চিত্রনায়ক ওমর সানী কয়েকটি ছবি তার ফেসবুকে পোস্ট করে স্ত্রীকে ভালোবাসার বার্তা দিয়েছেন।  

আরো পড়ুন:

মৌসুমীকে বিয়ে করা কি ভুল ছিল ওমর সানীর

তারকাদের ব্যাংক হিসাব জব্দ

এসব ছবির ক্যাপশনে ওমর সানী লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব, আর যারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা নিউজ করে ওরা হচ্ছে…। শুভ জন্মদিন।” 

জন্মদিনের প্রথম প্রহর থেকে ভক্ত-অনুরাগীরা প্রিয় অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন। ওমর সানীর এই পোস্টে নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমীকে।  

চিত্রনায়িকা মুনমুন লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, প্রিয় অভিনেত্রী মৌসুমী আপা।” শাহনূর লেখেন, “শুভ জন্মদিন আপু।” আইরিন সুলতানা লেখেন, “শুভ জন্মদিন।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।  

১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবার নাম নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। ছোটবেলা থেকেই অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন মৌসুমী। এরপর ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে কাজের সুযোগ পান। 

চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটিবদ্ধ হন এ অভিনেত্রী। প্রথম সিনেমাতে নিজেদের মেধার জানান দেন সালমান শাহ ও মৌসুমী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনই ঢালিউডে নিজেদের অবস্থান তৈরি করে নেন। তারপর তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে মেধার দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী। 

নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই অভিনেত্রী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ