প্রস্তাবিত ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট সংস্কারবিমুখ ও সাম্যবিরোধী বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বুধবার (১৮ জুন) রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে সিটিজেন প্ল্যাটফর্ম ফর এসডিজি আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৫-২০২৬ অবহেলিতরা কী পেয়েছে’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, এ বাজেটে ভুল-ভ্রান্তি আছে। এ বাজেট সংস্কারবিমুখ। বাজেটের ভেতর দিয়ে সংস্কারের ধারণা-চেতনা আমরা সামনে এনেছিলাম। এ সরকার নিজে আমাদের দিয়ে যে কাজগুলো করিয়েছিল, সেগুলোর প্রতি তারা বিশ্বস্ত থাকেনি। এ বাজেট সাম্যবিরোধী হয়েছে।”

তিনি বলেন, “এটি অত্যন্ত বড় প্রত্যাশার বাজেট ছিল। একটি বড় ধরনের রাজনৈতিক অভ্যুত্থানের ভেতর দিয়ে সরকার এসেছে। বৈষম্যবিরোধী চেতনার ভেতর দিয়ে সরকার গঠন করা হয়েছে। গতানুগতিক বাজেট থেকে ভিন্ন কিছু হবে, এরকম প্রত্যাশা ছিল। এর বিপরীতে বলা যায়, এটা অনেক ক্ষেত্রেই হতাশার বাজেটে পরিণত হয়েছে। প্রত্যাশার সাথে সাথে হতাশা এসেছে। কারণ, আমাদের আকাঙ্ক্ষা ভিন্ন ছিল। আমরা দেখেছি, অনেক ক্ষেত্রেই বাজেট গতানুগতিক হয়েছে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “অন্তর্বর্তী সরকার অস্থায়ী একটা সরকার। এর কাছ থেকে খুব বেশি কিছু আশা করা ঠিক নয়। কিন্তু, যেহেতু গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার এসেছে, সেজন্য কিছু পরিবর্তনের সূচনা এ সরকারের মাধ্যমে হবে, এটাই প্রত্যাশা ছিল। সেটার একটা প্রতিফলন আমরা বাজেটে আশা করেছিলাম।”

সিপিডির সম্মানীয় ফেলো ড.

মোস্তাফিজুর রহমান বলেছেন, “প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা সংকুচিত করা হয়েছে। ফলে, একদিকে সংশ্লিষ্ট বছরের জন্য বাজেটকে ক্ষতিগ্রস্ত করবে, পাশাপাশি আগামী বছরের জন্যও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।”

আইসিএমএবির সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ বলেছেন, “ক্যাপিটাল মার্কেট একেবারে শেষ হয়ে গেছে। সরকার বাজেটে ক্যাপিটাল মার্কেটের জন্য কিছু করেনি।”

ঢাকা/হাসনাত/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সরক র

এছাড়াও পড়ুন:

বেসরকারি ব্যাংক নেবে ট্রেইনি রিলেশনশিপ অফিসার, বেতন ৩১,০০০

বেসরকারি ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের অন্যতম এই বাণিজ্যিক ব্যাংক রিটেল ও এসএমই ব্যাংকিং বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। গত ৩১ জুলাই প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী গ্র্যাজুয়েটদের এ নিয়োগে আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার, ব্রাঞ্চ সেলস (রিটেল ও এসএমই ব্যাংকিং)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: অনলাইন প্ল্যাটফর্ম ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষ।

বেতন: ৩১,০০০ টাকা।

আরও পড়ুনএ সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, মোট পদ ১৬৯৫০১ আগস্ট ২০২৫

সুযোগ–সুবিধা: বেতনের সঙ্গে উৎসব বোনাস, হাসপাতালে ভর্তি ও মাতৃত্বকালীন ভাতা ও ছুটির সুবিধা এবং নীতিমালা অনুসারে আরও অন্য সুযোগ–সুবিধা।

আবেদনের পদ্ধতি: অনলাইনে আবেদন করতে পারবেন চাকরিপ্রত্যাশীরা। আগ্রহী প্রার্থীরা আবেদনের পদ্ধতি ও বিস্তারিত জানতে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৭ আগস্ট ২০২৫।

আরও পড়ুন৪৪তম বিসিএসের রিপিট ক্যাডার নিয়ে নতুন সিদ্ধান্ত আসছে৩১ জুলাই ২০২৫আরও পড়ুনপল্লী উন্নয়ন একাডেমিতে চাকরি, পদ ৫৩০২ আগস্ট ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ৪৮তম বিসিএসের তৃতীয় পর্যায়ে ৮৬৪ জনের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • বেসরকারি ব্যাংক নেবে ট্রেইনি রিলেশনশিপ অফিসার, বেতন ৩১,০০০
  • পূবালী ব্যাংক নেবে জুনিয়র অফিসার
  • আজ টিভিতে যা দেখবেন (৩ আগস্ট ২০২৫)
  • ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ
  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ, সিজিপিএ ২.৫০ হলেই ভর্তি
  • আজ টিভিতে যা দেখবেন (২ আগস্ট ২০২৫)
  • ঢাকা শিক্ষা বোর্ডে দ্বাদশের ইটিসি-বিটিসি-বিষয়-গ্রুপ-ছবি পরিবর্তন, শুরু ১ আগস্ট থেকে
  • ব্র্যাকে জেলা পর্যায়ে ম্যানেজার নিয়োগ, স্নাতকে আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)