বাজেট সংস্কারবিমুখ ও সাম্যবিরোধী: দেবপ্রিয়
Published: 18th, June 2025 GMT
প্রস্তাবিত ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট সংস্কারবিমুখ ও সাম্যবিরোধী বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
বুধবার (১৮ জুন) রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে সিটিজেন প্ল্যাটফর্ম ফর এসডিজি আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৫-২০২৬ অবহেলিতরা কী পেয়েছে’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, এ বাজেটে ভুল-ভ্রান্তি আছে। এ বাজেট সংস্কারবিমুখ। বাজেটের ভেতর দিয়ে সংস্কারের ধারণা-চেতনা আমরা সামনে এনেছিলাম। এ সরকার নিজে আমাদের দিয়ে যে কাজগুলো করিয়েছিল, সেগুলোর প্রতি তারা বিশ্বস্ত থাকেনি। এ বাজেট সাম্যবিরোধী হয়েছে।”
তিনি বলেন, “এটি অত্যন্ত বড় প্রত্যাশার বাজেট ছিল। একটি বড় ধরনের রাজনৈতিক অভ্যুত্থানের ভেতর দিয়ে সরকার এসেছে। বৈষম্যবিরোধী চেতনার ভেতর দিয়ে সরকার গঠন করা হয়েছে। গতানুগতিক বাজেট থেকে ভিন্ন কিছু হবে, এরকম প্রত্যাশা ছিল। এর বিপরীতে বলা যায়, এটা অনেক ক্ষেত্রেই হতাশার বাজেটে পরিণত হয়েছে। প্রত্যাশার সাথে সাথে হতাশা এসেছে। কারণ, আমাদের আকাঙ্ক্ষা ভিন্ন ছিল। আমরা দেখেছি, অনেক ক্ষেত্রেই বাজেট গতানুগতিক হয়েছে।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “অন্তর্বর্তী সরকার অস্থায়ী একটা সরকার। এর কাছ থেকে খুব বেশি কিছু আশা করা ঠিক নয়। কিন্তু, যেহেতু গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার এসেছে, সেজন্য কিছু পরিবর্তনের সূচনা এ সরকারের মাধ্যমে হবে, এটাই প্রত্যাশা ছিল। সেটার একটা প্রতিফলন আমরা বাজেটে আশা করেছিলাম।”
সিপিডির সম্মানীয় ফেলো ড.
আইসিএমএবির সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ বলেছেন, “ক্যাপিটাল মার্কেট একেবারে শেষ হয়ে গেছে। সরকার বাজেটে ক্যাপিটাল মার্কেটের জন্য কিছু করেনি।”
ঢাকা/হাসনাত/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
থিম্পুতে চলছে পাঁচ দিনব্যাপী ‘এসপিবিএ ভুটান আর্টক্যাম্প’
সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্টের (এসপিবিএ) উদ্যোগে ভুটানের রাজধানী থিম্পুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে চলছে পাঁচ দিনব্যাপী ‘এসপিবিএ ভুটান আর্ট ক্যম্প ২০২৫’। ৮ জুলাই শুরু হওয়া আর্টক্যাম্পটি চলবে ১২ জুলাই পর্যন্ত।
একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান শিল্পী কনক চাঁপা চাকমাসহ আর্টক্যাম্পে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন দেশের সাতজন প্রতিষ্ঠিত তরুণ প্রতিভাবান শিল্পী। তাঁরা হলেন আজমীর হোসেন, সহিদ কাজী, সৌরভ চৌধুরী, সুমন ওয়াহেদ, সৈকত হুসাইন, ফারজানা রহমান ববি এবং রূপশ্রী হাজং।
এ ছাড়া ভুটানের দুজন তরুণ শিল্পী উগেন সেরিং দয়া ও কিশোর দাহালও এই আর্টক্যাম্পে অংশ নিয়েছেন।
ভুটানে বাংলাদেশ মিশনে নিযুক্ত রাষ্ট্রদূত শিবনাথ রায় আর্টক্যাম্প পরিদর্শন করেন। শিল্পীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি আয়োজনটির প্রশংসা করেন। ‘এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫’-এর সার্বিক পরিচালনায় আছেন দেশের খ্যাতিমান স্থপতি রফিক আজম।