শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের নিজস্ব আর্থিক ব্যবস্থাপনা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিবিষয়ক সম্যক ধারণা দিতে আর্থিক সাক্ষরতাবিষয়ক বিশেষ কর্মশালার আয়োজন করে আইএফআইসি ব্যাংক পিএলসি। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির মিনি অডিটরিয়ামে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

শাবিপ্রবির প্রক্টর মো.

মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাবিপ্রবির অর্থনীতি বিভাগের প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. খায়রুল ইসলাম এবং আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম।

বক্তারা টেকসই অর্থনৈতিক উন্নয়নে আর্থিক সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের কাজে লাগানোর বিষয়ে উৎসাহী হওয়ার আহ্বান জানান।

কর্মশালায় তরুণ শিক্ষার্থীদের সঙ্গে পেশাগত দক্ষতা বৃদ্ধি, আর্থিক সুব্যবস্থাপনা ও প্রযুক্তিগত ভবিষ্যৎ চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আইএফআইসি ব্যাংকের হেড অব সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং ফারিহা হায়দার।

আইএফআইসি ব্যাংক বছরব্যাপী শহর থেকে প্রান্তিক পর্যায় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সাক্ষরতাবিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ব প রব ব যবস

এছাড়াও পড়ুন:

মিরপুর বিসিআইসি কলেজে এবি ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

এবি ব্যাংক পিএলসি পূর্ণাঙ্গ আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে মিরপুর বিসিআইসি কলেজে একটি কালেকশন বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের মিরপুর শাখার অধীনে পরিচালিত এই বুথটি কলেজের জন্য সকল ফি জমা নেয়াসহ শিক্ষক ও কর্মীদের বেতন-ভাতা প্রদানের সুবিধা প্রদান করবে।

সোমবার (৩ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বুথটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান এবং মিরপুর বিসিআইসি কলেজের অধ্যক্ষ কর্নেল মো. তৌহিদুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন মিরপুর বিসিআইসি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. জাকির হোসেন তালুকদার, এবি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন তৌফিক হাসান, এবি ব্যাংকের পে-রোল ও স্কুল ব্যাংকিং প্রধান ফিদা হাসান শাহেদ, এবং এবি ব্যাংকের মিরপুর শাখার ব্যবস্থাপক মো. আরিফুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ