ফেসবুকে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গাজীপুরের টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক ছাত্রকে চুল কেটে পুলিশে সোপর্দ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল বুধবার সন্ধ্যার দিকে মাদ্রাসাটির তিতুমীর হলে এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার সকালে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, ওই শিক্ষার্থীর নাম মেজবাহ উদ্দিন। গাজীপুরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১ জুলাই মেজবাহ তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। গতকাল সন্ধ্যার দিকে বিষয়টি শিক্ষার্থীদের নজরে আসে। এরপরই তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মেজবাহকে হলের কক্ষ থেকে মাঠে নিয়ে যান উত্তেজিত শিক্ষার্থীরা। সেখানে তাঁর চুল কেটে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে।

মাদ্রাসার কয়েকজন ছাত্র জানান, অতীতে মেজবাহ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি নিষিদ্ধঘোষিত ওই সংগঠনের কর্মকাণ্ডে আবারও সক্রিয় হচ্ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘আমরা গণ-অভ্যুত্থানে নাসিরসহ তিনজন সহপাঠীকে হারিয়েছি। এরপরও মেজবাহ সেই শহীদদের অপমান করে মন্তব্য করেছেন। এ ধরনের আচরণ কোনোভাবেই মানতে পারছি না আমরা।’

মেজবাহকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান টঙ্গী পশ্চিম থানার ওসি। এ বিষয়ে কথা বলতে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত কর ম

এছাড়াও পড়ুন:

আইফোনের পর্দায় হঠাৎ করে কালো গোল দাগ দেখা যাচ্ছে, কারণ কী

আইফোনের পর্দার ওপরের দিকে হঠাৎ করে কালো গোল দাগ দেখা যাওয়ার অভিযোগ করেছেন বেশ কয়েকজন ব্যবহারকারী। আকারে ছোট কালো দাগটি স্থায়ীভাবে দেখা যাওয়ায় অনেকেই দাগটিকে ‘ব্ল্যাক ডট অব ডেথ’ নামকরণ করেছেন।

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’-এ একজন ব্যবহারকারী প্রথম এ সমস্যার কথা জানান। তিনি অভিযোগ করেন, আইওএস ১৮.৫ সংস্করণে চলা আইফোন ১৫–এর পর্দার ওপরের দিকে কালো গোল দাগ দেখা যাচ্ছে। দাগটি স্থায়ী হলেও পর্দার স্ক্রিনশটে দেখা যায় না। আর তাই তিনি অন্য একটি ফোন দিয়ে দাগের ছবি তুলেছেন। এরপর একাধিক আইফোন ব্যবহারকারী জানান, তাঁরাও একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন। এক ব্যবহারকারী জানান, আইফোন ১৬ প্রো মডেলেও একই সমস্যা হয়েছিল। সমস্যা সমাধানে শেষ পর্যন্ত আইফোনের পর্দা পরিবর্তন করতে হয়েছে। আরেকজন লিখেছেন, ‘আমার ফোনে দাগটি ছিল ব্যাটারির আইকনের পাশে, ওপরের ডান কোণে।’

আইফোনের পর্দায় হঠাৎ করে কালো গোল দাগ দেখা যাওয়ার কারণ এখনো অজানা। তবে অনেকেরই ধারণা, এটি সম্ভবত আইফোনের হার্ডওয়্যারজনিত ত্রুটি। ওএলইডি পর্দা ক্ষতিগ্রস্ত হওয়ায় পর্দার ওই স্থানের পিক্সেল নষ্ট হয়ে গেছে। ফলে ধীরে ধীরে দাগটি বড় হতে পারে এবং একপর্যায়ে আইফোনের পুরো পর্দা বদলাতে হতে পারে।

পর্দায় কালো গোল দাগের কারণ না জানালেও আইফোন ব্যবহারকারীদের বেশ কিছু নির্দেশনা দিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটির নির্দেশনায় বলা হয়েছে, পর্দার সমস্যা সমাধানে আইফোন বন্ধ করার সময় ভলিউম বোতামের যেকোনো অংশ এবং পাশের বোতাম একসঙ্গে চেপে পাওয়ার বন্ধ করে পর্দা ভালোভাবে পরিষ্কার করতে হবে। এরপর আইফোন থেকে ইউএসবি সি বা লাইটনিং সংযোগ বিচ্ছিন্ন করে পর্দা পরখ করতে হবে। সংযোগ বিচ্ছিন্ন করার পরও যদি আইফোনের পর্দা সচল থাকে, তাহলে অন্য সকেট, তার বা চার্জার ব্যবহার করতে হবে। প্রয়োজনে কেস বা স্ক্রিন প্রটেক্টর খুলে আইফোনের পর্দা পরখ করতে হবে, কারণ সেগুলোর কারণেও পর্দার কার্যকারিতা নষ্ট হতে পারে।

সূত্র: ডেইলি মেইল

সম্পর্কিত নিবন্ধ