ছবি: মারুফা খাতুনের সৌজন্যে
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিশ্বের সবচেয়ে ধনী তারকা কে, তাঁর সম্পদের পরিমাণ কত
১০. জ্যাকি চ্যান
নেট সম্পদ: ৫৫৭.০৯ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার
চীনের কমিউনিস্ট পার্টির প্রতি প্রকাশ্য সমর্থন দেওয়া সত্ত্বেও জ্যাকি চ্যান পৃথিবীর অন্যতম ধনী মানুষ। হংকংয়ের অ্যাকশন-কমেডি দিয়ে শুরু করলেও পরে ‘রাশ আওয়ার’, ‘কুং ফু পান্ডা’, ‘করাটে কিড’-এর মতো হলিউড ফ্র্যাঞ্চাইজিতেও তিনি দাপিয়ে বেড়িয়েছেন। বহু দেশে পণ্যের বিজ্ঞাপন করেন, নিজস্ব সিনেমা হলের চেইনও রয়েছে। যদিও তিনি বলেছেন, জীবনের শেষ প্রান্তে সব সম্পদ দান করে দিতে চান।