চট্টগ্রামে ভারী বৃষ্টিতে দুর্ভোগ, পাহাড়ধসের শঙ্কা
Published: 9th, July 2025 GMT
চট্টগ্রামে আজ বুধবারও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ঘর থেকে বের হয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে কর্মমুখী মানুষকে। সকাল ৯টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।
মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে চট্টগ্রামসহ তিন বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগে পাহাড়ধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে। আজ বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো.
সতর্কবার্তায় বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশ রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, ঢাকা ও খুলনা মহানগরের জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। চট্টগ্রামসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায়।
চট্টগ্রামে গতকাল মঙ্গলবার সকাল থেকে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হয়। তবে রাতে বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। এতে আজ সকালে নগরের কিছু এলাকায় জলজটের সৃষ্টি হয়। পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মাহমুদুল আলম প্রথম আলোকে বলেন, আজ সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জলাবদ্ধতার খবর পাওয়া যায়নি। তবে কাতালগঞ্জ, বাকলিয়া, আগ্রাবাদ, ইপিজেড ও পতেঙ্গার আশপাশে নিচু এলাকাগুলোতে সড়কে কোথাও কোথাও পানি জমে ছিল।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: সতর ক
এছাড়াও পড়ুন:
এমবাপ্পে নাকি ভিনিসিয়ুস: পিএসজির বিপক্ষে বেঞ্চে বসবেন কে
রিয়াল মাদ্রিদের নতুন আবিষ্কার গনসালো গার্সিয়া নতুন সংকটে ফেলেছেন কোচ জাবি আলোনসোকে। রিয়ালকে কোচকে এখন পিএসজির ম্যাচের একাদশ সাজানো নিয়েই পড়তে হচ্ছে সমস্যায়। কিন্তু কেন?
রিয়ালের হয়ে ক্লাব বিশ্বকাপেই মূলত নিজেকে ঠিকঠাকভাবে মেলে ধরার সুযোগ পেয়েছেন গার্সিয়া। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে কিলিয়ান এমবাপ্পের চোটও গার্সিয়ার জন্য শাপেবর হয়ে এসেছিল।
গ্রুপ পর্বের কোনো ম্যাচই খেলতে পারেননি এমবাপ্পে। তাঁর জায়গায় মাঠে নেমে সেই তিন ম্যাচে ২ গোল ও একটি অ্যাসিস্ট করে নজর কাড়েন গার্সিয়া। সব মিলিয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৪ গোল ও একটি অ্যাসিস্ট করেছেন গার্সিয়া। এমন দুর্দান্ত ছন্দে থাকা খেলোয়াড়কে বেঞ্চে বসানো বেশ কঠিনই হবে আলোনসোর জন্য।
আরও পড়ুনক্লাব বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যে দুজন০৭ জুলাই ২০২৫অন্য দিকে শেষ ষোলোয় জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ দিয়ে এমবাপ্পে দলে ফিরলেও পুরোপুরি ফিট না হওয়ায় বেঞ্চ থেকেই নামতে হয় তাঁকে। শেষ ষোলোয় জুভেন্টাসের বিপক্ষে বদলি নেমে ২২ মিনিট এবং কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের ২৩ মিনিট মাঠে ছিলেন এমবাপ্পে।
দারুণ ছন্দে আছেন গনসালো গার্সিয়া