চট্টগ্রামে ভারী বৃষ্টিতে দুর্ভোগ, পাহাড়ধসের শঙ্কা
Published: 9th, July 2025 GMT
চট্টগ্রামে আজ বুধবারও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ঘর থেকে বের হয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে কর্মমুখী মানুষকে। সকাল ৯টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।
মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে চট্টগ্রামসহ তিন বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগে পাহাড়ধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে। আজ বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো.
সতর্কবার্তায় বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশ রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, ঢাকা ও খুলনা মহানগরের জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। চট্টগ্রামসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায়।
চট্টগ্রামে গতকাল মঙ্গলবার সকাল থেকে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হয়। তবে রাতে বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। এতে আজ সকালে নগরের কিছু এলাকায় জলজটের সৃষ্টি হয়। পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মাহমুদুল আলম প্রথম আলোকে বলেন, আজ সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জলাবদ্ধতার খবর পাওয়া যায়নি। তবে কাতালগঞ্জ, বাকলিয়া, আগ্রাবাদ, ইপিজেড ও পতেঙ্গার আশপাশে নিচু এলাকাগুলোতে সড়কে কোথাও কোথাও পানি জমে ছিল।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: সতর ক
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশু উদ্ধার, অবস্থা আশঙ্কাজনক
চট্টগ্রামের হালিশহর এলাকায় নালায় পড়ে নিখোঁজ তিন বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (৯ জুলাই) সোয়া ৪টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এর আগে, বেলা ৩টার দিকে শিশুটি নালায় পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ৩টা থেকে উদ্ধার অভিযান শুরু করে।
তাৎক্ষণিক শিশুটির নাম-পরিচয় পাওয়া যায়নি। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু
সাগরে নিখোঁজ চবির আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘‘শিশুটিকে উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।’’
এর আগেও চট্টগ্রামে উন্মুক্ত নালা-খালে পড়ে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ গত বছরের ২৭ আগস্ট আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় উন্মুক্ত নালায় পড়ে ১৮ মাস বয়সী শিশু ইয়াছিন আরাফাত মারা যায়। প্রায় ১৭ ঘণ্টার অভিযানের পর উদ্ধার করা হয় তার মরদেহ।
ঢাকা/রেজাউল/রাজীব