ভারতে যুবককে কুপিয়ে রক্তাক্ত করার ভিডিও বাংলাদেশের বলে অপপ্রচার: বাংলাফ্যাক্ট
Published: 9th, July 2025 GMT
ভারতে এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করার ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবি করে ইন্টারনেটে ছড়ানো অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, সহিংসতার ভিডিওটি বাংলাদেশের নয়, এটি ভারতের। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত করার ভিডিও ছড়িয়ে বলা হচ্ছে, এটি বাংলাদেশের ঘটনা। সেখানে দেখা যায়, রাস্তার গলিতে এক ব্যক্তি তরবারি সদৃশ ধারাল অস্ত্র দিয়ে এক যুবককে আঘাত করছে। আহত যুবক বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলা বন্ধ হয়নি। এ সময় আরেক যুবক পাশেই চেয়ার হাতে দাঁড়িয়ে ছিলেন।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান দল যাচাই করে দেখেছে, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশের নয়। ভারতের মুম্বাইয়ের ওয়াডালা (পূর্ব) এলাকায় স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি ওই যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। সেই ঘটনার ভিডিও এটি।
আরো পড়ুন:
সাতক্ষীরায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় ৩২ জনের জামিন
‘প্রশ্ন নয়, প্রশংসা করতে এসেছি’ এই ছিল হাসিনার সংবাদ সম্মেলন
ইন্টারনেটে ছড়িয়ে পড়া দাবিটি যাচাইয়ের পর বাংলাফ্যাক্ট জানায়, ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ভারতের বেসরকারি গণমাধ্যম টাইমস নাউ-এর ওয়েবসাইটে গত ৩ জুলাই প্রকাশিত ভিডিওর দৃশ্যের সঙ্গে মিল পাওয়া গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২ জুলাই মুম্বাইয়ের ওয়াডালা (পূর্ব) এলাকায় জুনায়েদ মুন্নু খান নামের এক ব্যক্তি স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে শাহরুখ নামের যুবককে কুপিয়ে আহত করেন। পরে পুলিশ আহত শাহরুখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক বলেও গণমাধ্যমে জানানো হয়েছে। অভিযুক্ত জুনায়েদ মুন্নু খান পরবর্তীতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ঘটনার আসল কারণ উদঘাটনে তদন্ত চলছে। ভারতের একাধিক গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ভারতের এই ঘটনাকে বাংলাদেশের বলে প্রচার একেবারেই বিভ্রান্তিকর।
বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে বাংলাফ্যাক্ট।
সূত্র: বাসস
ঢাকা/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক ত কর য বকক
এছাড়াও পড়ুন:
ফরিদা পারভীনের চিকিৎসায় মেডিকেল বোর্ড, আশাবাদী চিকিৎসরা
লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন কয়েক দিন ধরে ইউনিভার্সেল মেডিকেল কালেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার উন্নত চিকিৎসার জন্য বুধবার মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১২ টা পর্যন্ত ইউনিভার্সেল হাসপাতালে বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বোর্ডের সভায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের শীর্ষস্থানীয় চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
বোর্ড সভা শেষে চিকিৎসরা বলেন, ‘ফরিদা পারভীনের বিষয়ে আমরা আশাবাদী। শিল্পীর শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে। তবে তার শরীরে কিছু ইনফেকশন আছে, আমরা তা দূর করার চেষ্টা করছি। তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।’