আফজাল হোসেন লিখলেন তানভীরের গান, যুক্তরাষ্ট্রে দৃশ্যায়ণ
Published: 9th, July 2025 GMT
যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকো, লস এনজেলেস ও ডেথভ্যালিতে তানভীর তারেকের দুইটি মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে। একটি গান লিখেছেন নন্দিত অভিনেতা নির্মাতা আফজাল হোসেন। আরেকটি লিখেছেন তানভীন তারেক। গান দুটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর ও সংগীত করেছেন তানভীর তারেক নিজেই। মিউজিক ভিডিও দুটি পরিচালনা করেছেন রাজ হামিদ ও টিম আসিফ আকবর।
মিউজিক ভিডিও প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘একটানা গত কয়েক মাস বেশ কিছু মিউজিক ট্র্যাক তৈরির কাজ করেছি। ইচ্ছা আছে আমার মৌলিক গানের ১০০টি গানের সিরিজ প্রকাশ করার। সেই প্রজেক্টেই এই গানগুলো মুক্তি পাচ্ছে। কিংবদন্তি আফজাল হোসেন আমাকে ভালোবাসেন। প্রশ্রয় দেন। এ আমার জীবনের বিরাট প্রাপ্তি।
আমি তার পরিচালিত একটি চলচ্চিত্রে মিউজিকের কাজ করেছি। সেই ভালোবাসার সূত্রেই তার একটি কবিতাকে সুরারোপ দিয়ে গান বেঁধেছি। তাকে ডেমো ট্র্যাকটিও পাঠিয়েছি। গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন নাবিলা। নাবিলা পেশায় একজন আইটি ইঞ্জিনিয়ার। সে এখানে এআই নিয়ে ক্যালিফোর্নিয়াতে কাজ করে। মিউজিক ভিডিও দুটি তৈরি হচ্ছে রাজ হামিদের বায়োস্কপ ও হলিউড নির্মাতা আসিফ আকবরের প্রতিষ্ঠান টিএফপির ব্যানারে।’
তানভীর তারেক আরও বলেন, ‘মূলত বিদেশের মাটিতে খুব পেশাদার ক্যামেরা পার্সন ও টিম নিয়ে কাজ করাটা খুবই খরচসাপেক্ষ। সে ক্ষেত্রে আমি ভাগ্যবান যে, আমি এমন কিছু প্রফেশনাল টিমের সাপোর্ট নিয়ে কাজ করতে পেরেছি যারা বিশ্বমানের কাজ করে আসছে।
রাজ হামিদের বায়োস্কপ প্রডাকশন বাংলা ফিল্ম নিয়ে সারা বিশ্বে ডিস্ট্রিবিউশনের কাজ করে যাচ্ছে। আর আসিফ আকবর তো হলিউডের লায়নগেটের পরিচালক। আশা করছি গান দুটি শ্রোতা-দর্শকদের কাছে ভালো লাগবে।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আফজাল হোসেন লিখলেন তানভীরের গান, যুক্তরাষ্ট্রে দৃশ্যায়ণ
যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকো, লস এনজেলেস ও ডেথভ্যালিতে তানভীর তারেকের দুইটি মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে। একটি গান লিখেছেন নন্দিত অভিনেতা নির্মাতা আফজাল হোসেন। আরেকটি লিখেছেন তানভীন তারেক। গান দুটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর ও সংগীত করেছেন তানভীর তারেক নিজেই। মিউজিক ভিডিও দুটি পরিচালনা করেছেন রাজ হামিদ ও টিম আসিফ আকবর।
মিউজিক ভিডিও প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘একটানা গত কয়েক মাস বেশ কিছু মিউজিক ট্র্যাক তৈরির কাজ করেছি। ইচ্ছা আছে আমার মৌলিক গানের ১০০টি গানের সিরিজ প্রকাশ করার। সেই প্রজেক্টেই এই গানগুলো মুক্তি পাচ্ছে। কিংবদন্তি আফজাল হোসেন আমাকে ভালোবাসেন। প্রশ্রয় দেন। এ আমার জীবনের বিরাট প্রাপ্তি।
আমি তার পরিচালিত একটি চলচ্চিত্রে মিউজিকের কাজ করেছি। সেই ভালোবাসার সূত্রেই তার একটি কবিতাকে সুরারোপ দিয়ে গান বেঁধেছি। তাকে ডেমো ট্র্যাকটিও পাঠিয়েছি। গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন নাবিলা। নাবিলা পেশায় একজন আইটি ইঞ্জিনিয়ার। সে এখানে এআই নিয়ে ক্যালিফোর্নিয়াতে কাজ করে। মিউজিক ভিডিও দুটি তৈরি হচ্ছে রাজ হামিদের বায়োস্কপ ও হলিউড নির্মাতা আসিফ আকবরের প্রতিষ্ঠান টিএফপির ব্যানারে।’
তানভীর তারেক আরও বলেন, ‘মূলত বিদেশের মাটিতে খুব পেশাদার ক্যামেরা পার্সন ও টিম নিয়ে কাজ করাটা খুবই খরচসাপেক্ষ। সে ক্ষেত্রে আমি ভাগ্যবান যে, আমি এমন কিছু প্রফেশনাল টিমের সাপোর্ট নিয়ে কাজ করতে পেরেছি যারা বিশ্বমানের কাজ করে আসছে।
রাজ হামিদের বায়োস্কপ প্রডাকশন বাংলা ফিল্ম নিয়ে সারা বিশ্বে ডিস্ট্রিবিউশনের কাজ করে যাচ্ছে। আর আসিফ আকবর তো হলিউডের লায়নগেটের পরিচালক। আশা করছি গান দুটি শ্রোতা-দর্শকদের কাছে ভালো লাগবে।’