৩৩ বছরের সংসার জীবনের মূলমন্ত্র জানালেন আসিফ
Published: 11th, July 2025 GMT
শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ১৯৯২ সালের ১০ জুলাই ভালোবেসে সালমা আসিফ মিতুর সঙ্গে সংসার বাঁধেন তিনি। বৃহস্পতিবার (১০ জুলাই) দাম্পত্য জীবনের তেত্রিশ বছর পূর্ণ করলেন। বিশেষ দিনে প্রেম-বিয়ে এবং দীর্ঘ সংসার জীবনের মূলমন্ত্র জানালেন আসিফ।
আসিফ আকবর তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, “১০ জুলাই, ১৯৯২। এক থেকে দুই, দুই থেকে পাঁচ। মাঝখানে তেত্রিশ বছর। বড় বৌমা এসেছে, ছোট বৌমার শুভ আগমনের অপেক্ষায় আছি।”
তেত্রিশ বছরের সংসার জীবনের মূলমন্ত্র জানিয়ে আসিফ বলেন, “১৯৯২ সালে ওয়েদার ঠিক এমনই ছিল, দুজন ছোট মানুষ সংসারী হই ভালোবেসে। চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ এসেছে। সামনের দিকে তাকিয়ে পিছু হটেছি, আবার এগিয়ে গিয়েছি। বেগম সালমা আসিফের অসাধারণ সাহস, ত্যাগ, ধৈর্য আর শক্তিশালী ভালোবাসা এই সংসারের মূলমন্ত্র।”
আরো পড়ুন:
অভিনেত্রীর পচাগলা মরদেহ উদ্ধার
হিন্দি গানে বৃষ্টিবিলাস
মেয়ে আইদাহ আসিফের সব রাস্তার গন্তব্য চূড়ান্ত করে দিয়েছে। তা জানিয়ে আসিফ আকবর বলেন, “আমি ক্যাজ্যুয়াল ছিলাম আগেও, এখনো আছি। এলোমেলো সময়ও পার করেছি, আমার মেয়ে আইদাহ্ এসে সব রাস্তার গন্তব্য সেটল করে দিয়েছে। ১৯৯২ থেকে ২০২৫ সাল, এইত সেদিনের কথা! বেগম সালমা আসিফকে ধন্যবাদ, বিয়ে বার্ষিকীতে শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম।”
বেশ আগে এক সাক্ষাৎকারে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আসিফ আকবর বলেছিলেন, “মিতু আর আমি এক আত্মা। আমার দীর্ঘ ক্যারিয়ারে আমাকে গুছিয়ে রেখেছে মিতু। ওকে শুধু ভালোবাসি বললে কম হয়ে যায়। এর থেকে বড় কোনো শব্দ যদি থেকে থাকে তাহলে সেটা মিতুর জন্যই প্রযোজ্য।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ম লমন ত র জ বন র
এছাড়াও পড়ুন:
খুলনায় ২২ বোতল মাদকসহ যুবক আটক
খুলনায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২২ বোতল বিশেষ ধরনের মাদকসহ এক যুবককে আটক করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) কেএমপির মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মিডিয়া সেল প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন নুরনগর মেইন রোড সংলগ্ন জনৈক আকবর মুন্সির বাড়িতে অভিযান চালায়।
এসময় ওই বাড়ির ভাড়াটিয়া মো. আবুল কালাম সরদারের (৩৫) ঘরের খাটের নিচ থেকে ২২ বোতল কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. আবুল কালাম সরদারকে আটক করা হয়। সে বরিশালের নলছিটি উপজেলার ভাঙ্গা দেওলা গ্রামের মৃত আমির আলী সরদারের পুত্র।
কেএমপির মিডিয়া সেলের ইনচার্জ সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মেদ বলেন, “আটককৃত আবুল কালাম সরদার নগরীর নুরনগর মেইন রোড এলাকার মো. আকবর মুন্সির বাড়িতে ভাড়াটিয়া থেকে দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
ঢাকা/নুরুজ্জামান/এস