রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদের মাসব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সকালে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মো: ইকবাল হোসেন। 

তিনি তার বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থানে এদেশের ছাত্র-জনতা বীরত্ব ও ত্যাগের মধ্যদিয়ে প্রমাণ করেছেন তারা ৭১ এর মহান মুক্তিযুদ্ধের বীরমুক্তিযোদ্ধাদের সুযোগ্য উত্তরসূরী। নাগরিক ও পেশাজীবী হিসেবে সবাইকে নিজ নিজ কর্তব্য ও দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে বাংলাদেশকে একটি বৈষম্যহীন আত্মমর্যাদাশীল সমৃদ্ধি, সম্প্রীতি ও শান্তির স্থিতিশীল রাষ্ট্রশক্তিতে পরিণত করার মধ্যদিয়ে জুলাই শহীদদের প্রতি সম্মান দেখাতে হবে। 

 

সংগঠনের সভাপতি কাজী সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, সম্মিলিত নাট্যকর্মী জোটের সাধারণ সম্পাদক কবির প্রধান। 

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন-ছড়াকার ও সাংবাদিক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, যুব কাউন্সিলর মেহরাব হোসেন অপু, খোলা কাগজ’র পাঠক সংগঠন এগারজন’র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শুভ, সমাজকর্মী মোক্তার হোসেন মুক্তু, ভোক্তা অধিকার সংরক্ষণ ফোরামের মনিরুল ইসলাম মনির প্রমুখ। 

 

জুলাই আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানিয়ে আফজাল হোসেন পন্টি বলেন, জুলাই যোদ্ধারা আমাদের দেখিয়ে দিয়েছেন দেশের চেয়ে বড় কিছু নেই। সমাজের যে রীতি-নীতি রয়েছে সেগুলোর বিরুদ্ধে দাঁড়ানোর সাহস শুধু তরুণদেরই আছে। যুবরা সেই তারুণ্যের উপর ভর করে দেশের কাজে নিয়োজিত থাকবে বলে আমাদের প্রত্যাশা। 

 

পরে অতিথিরা মাসব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রমে উদ্বোধন করেন। প্রথম দিনে প্রায় তিন শতাধিক সেবাগ্রহিতার রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস পরীক্ষাসহ অন্যান্য স্বাস্থসেবা দেয়া হয়। 

 

রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ কয়েক বছর ধরে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যে বেশ আলোচিত একটি সংগঠনে পরিণত হয়েছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে রক্তদাতার সন্ধানে এটি একটি বড় প্লাটফর্মে রূপ নিয়েছে।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

রাস্তা করল উত্তর সিটি, উদ্বোধনে বিএনপি নেতা!

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন বাড্ডা থানার ৩৮ নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চলের সড়কের সংস্কার কাজ শেষের পথে। এর পর সড়কটি আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে সিটি করপোরেশন। তবে এর আগেই সড়কটি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী উদ্বোধনের আয়োজন করেছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছে  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক এবং ঢাকা-১১ আসনের মনোনয়নপ্রত্যাশী ড. এম এ কাইয়ুমকে।

উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় টানানো হয়েছে ব্যানার। আর এতেই স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা ও প্রশ্ন দেখা দিয়েছে। তারা বলছেন, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া বিএনপি নেতা এ সড়ক উদ্বোধন করতে পারেন কিনা?

জানা যায়, বাড্ডা থানার ৩৮ নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চলের রাস্তার সংস্কার কার্যক্রম শুরু হয় ২০২৩ সালের ডি‌সেম্ব‌রে। শেখ হা‌সিনা সরকারের পতনের পর রাস্তার অসমাপ্ত কাজ সম্পন্নের উদ্যোগ নেয় উত্তর সি‌টি কর‌পো‌রেশন। এখন অল্প কিছু কাজ বাকি রয়েছে। তবে এই সড়কটি ৩৮ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর ব্যানারে উদ্বোধনের আয়োজন করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। 

এ ওয়ার্ডের বিভিন্ন স্থানে ব্যানার টানানো নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে। ঢাকা-১১ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান তাঁর ফেসবুক পেজে সড়কটি উদ্বোধনে প্রধান অতিথি ড. এম এ কাইয়ুম সংবলিত একটি ব্যানার শেয়ার করেছেন।

এই পোস্টে তিনি লেখেন, ‘আবারও ক্রেডিটের রাজনীতির শুভসূচনা। ঢাকা-১১ আসনের বাড্ডা থানার ৩৮ নং ওয়ার্ডের পূর্বাঞ্চলের রাস্তার সংস্কার কার্যক্রম শুরু হয় ২০২৩ সালে। ফ্যাসিবাদের পতনের পর রাস্তার অসমাপ্ত কাজ সমাপ্ত করে অন্তর্বর্তী সরকার। প্রায় দুই সপ্তাহ আগে শেষ হওয়া রাস্তার কাজ উদ্বোধনের উদ্যোগ নিচ্ছেন রাজনৈতিক নেতা। এলাকায় ঝুলিয়েছেন ব্যানার। ক্ষমতা পাওয়ার আগে ক্ষমতা দেখানোর রাজনীতি!’

ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক মাহমুদ সমকালকে বলেন, এখানে উদ্বোধনের কিছু নেই। এলাকাবাসী ও স্থানীয় রাজনীতিবিদদের কেউ কেউ উদ্বোধনের আয়োজন করেছেন। এর সঙ্গে করপোরেশনের কোনো সংযোগ নেই।

এ বিষয়ে বিএনপি নেতা ড. এম এ কাইয়ুম সমকালকে বলেন, সড়কটি আগের সরকারের সময়ে তৈরি। এটি উদ্বোধন করার প্রশ্নই আসে না। আমাকে বিতর্কিত করতে কে বা কারা ব্যানারটি টানিয়েছে। তা জানার পরে নামাতে বলেছি, নামানো হয়েছে। 

সম্পর্কিত নিবন্ধ