রাজধানীতে কৃষক লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
Published: 13th, July 2025 GMT
কৃষক লীগের কেন্দ্রীয় এক নেতাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিএমপির ডিবি সূত্র বলছে, গ্রেপ্তার ব্যক্তির নাম রেজাউল করিম উজ্জ্বল (৫০)। তিনি কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি। রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে ডিএমপির রমনা বিভাগের ডিবির একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
ডিবির রমনা বিভাগের উপকমিশনার ইলিয়াছ কবির বলেন, রেজাউলের নামে তিনটি মামলা রয়েছে।
ডিবি বলছে, রেজাউল ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পদে ছিলেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তাঁর স্থায়ী ঠিকানা মানিকগঞ্জের ঘিওর।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।
কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা/এনটি/ইভা