বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয় লেজুরবৃত্তির কেন্দ্র না হয়ে জ্ঞানচর্চা ও মুক্তচিন্তার জায়গায় পরিণত হতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। 

তিনি বলেন, “ফ্যাসিবাদী শাসনের দাসত্ব থেকে দেশ মুক্ত হয়েছে, এখন প্রয়োজন ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়া।”

বুধবার (৩০ জুলাই) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “জুলাই ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা জাতি হিসেবে পুনর্জন্ম লাভ করেছি। বিগত ১৭ বছর আমরা আমাদের নাগরিকত্ব সঁপে দিয়েছিলাম একটি ফ্যাসিবাদী সরকারের কাছে, যারা গুম, খুন, বিচারহীনতা আর পার্শ্ববর্তী দেশের সঙ্গে দাসত্বের চুক্তির মাধ্যমে দেশ চালিয়েছে। সেই অন্ধকার অতীত থেকে বের হয়ে আমাদের এখন ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে।”

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই ঠিক করবে রাজনৈতিক দলগুলো কীভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে। নিজেদের স্বকীয়তায়, জ্ঞান ও গবেষণায় বলীয়ান হয়ে নতুন বাংলাদেশে তোমরাই নেতৃত্ব দেবে।”

শিক্ষা উপদেষ্টা আরো বলেন, “বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। নীতিনির্ধারণে অংশীদারদের সম্পৃক্ত করতে হবে এবং সহনশীলতা ও সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। পেশীশক্তির ব্যবহার বন্ধ করে গবেষণা ও জ্ঞানচর্চায় শিক্ষার্থীদের উৎসাহ দিতে হবে।” 

তিনি আশা প্রকাশ করেন, নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত হয়ে নিজেদের মেলে ধরবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড.

মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, “সিকৃবি শিক্ষা, গবেষণা ও সহ-শিক্ষা কার্যক্রমে ধারাবাহিক অগ্রগতি অর্জন করছে। আমরা বিশ্বাস করি, সীমিত সম্পদেও সীমাহীন সম্ভাবনা সৃষ্টি করা যায় যদি থাকে অদম্য মনোবল ও নিষ্ঠা।” 

ঢাকা/আইনুল হক/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব শ বব দ য শ বব দ য ল

এছাড়াও পড়ুন:

বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।

কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ