টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন রুট, ছুঁলেন অনন্য মাইলফলক
Published: 4th, August 2025 GMT
ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট আবারও প্রমাণ করলেন কেন তিনি আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে তিনিই প্রথম ব্যাটার হিসেবে ছুঁলেন ৬ হাজার রানের বিরল মাইলফলক।
ওভালে ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এই রেকর্ড গড়েন রুট। মাত্র ২৫ রানের দরকার ছিল এই মাইলফলক স্পর্শ করতে। মোহাম্মদ সিরাজের একটি ডেলিভারিকে বাউন্ডারিতে পরিণত করে ২৮ রানে পৌঁছেই ইতিহাস গড়েন ইংলিশ তারকা।
ডব্লিউটিসির ৬৯টি ম্যাচ খেলে এই অসাধারণ অর্জনে পৌঁছেছেন রুট। এই প্রতিযোগিতায় এতদিন কেউ ৫ হাজার রানও করতে পারেননি। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ করেছেন ৪ হাজার ২৭৮ রান, যেখানে তার ম্যাচ সংখ্যা ৫৫টি। তৃতীয় অবস্থানে থাকা মারনাস ল্যাবুশেনের রান ৪ হাজার ২২৫, আর ম্যাচ সংখ্যা ৫৩টি।
আরো পড়ুন:
এক ওভারে ৪৫ রান, ইতিহাস গড়লেন আফগান ব্যাটসম্যান
আরও এক সেঞ্চুরিতে ব্র্যাডম্যান-গাভাস্কারদের পাশে গিল
তালিকার চতুর্থ স্থানে আছেন ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক বেন স্টোকস (৫৭ ম্যাচে ৩৬১৬ রান) এবং পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড (৫২ ম্যাচে ৩৩০০ রান)।
এদিকে চলতি সিরিজে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন রুট। কিছুদিন আগেই তিনি টেস্ট ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস এবং রিকি পন্টিংকে ছাড়িয়ে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে।
জো রুটের এই অসাধারণ পারফরম্যান্স কেবল ইংল্যান্ডের জন্যই নয়, টেস্ট ক্রিকেটের ইতিহাসের পাতায়ও যোগ করলো এক নতুন অধ্যায়।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড
এছাড়াও পড়ুন:
মুশফিকের সামনে ঐতিহাসিক মাইলফলক
বাংলাদেশ ক্রিকেটের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ক্যারিয়ারে আসছে এক নতুন অধ্যায়। আগামী নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নামলেই দেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার গৌরব অর্জন করবেন তিনি।
ইতোমধ্যেই বাংলাদেশ টেস্টে সর্বাধিক ম্যাচ খেলা ও সর্বাধিক রান সংগ্রাহক মুশফিক। এখন পর্যন্ত ৯৮ টেস্টে তার সংগ্রহ ৬ হাজার ৩২৮ রান, গড় ৩৮.১২। লাল বলের ক্রিকেটে রয়েছে ১২টি শতক, ২৭টি অর্ধশতক এবং তিনটি ডাবল সেঞ্চুরি। ২০০৫ সালে ইংল্যান্ডের লর্ডসে অভিষেকের পর থেকে দুই দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের মূল স্তম্ভ হয়ে আছেন তিনি।
আরো পড়ুন:
এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ফিরবেন তামিম, থাকবেন মুশফিকুর-মাহমুদউল্লাহও
মুশফিকের বিদায়টা মাঠ থেকেই হবে: শাহরিয়ার নাফিস
আসন্ন সিরিজের সূচিও ঘোষণা হয়েছে। ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ১৯ নভেম্বর ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ ম্যাচ, যা মুশফিকের শততম টেস্ট হওয়ার সম্ভাবনা জোরালো করেছে।
প্রথমে দ্বিতীয় টেস্টের বদলে ওয়ানডে খেলার প্রস্তাব দিয়েছিল আয়ারল্যান্ড। তবে শেষ পর্যন্ত পরিকল্পনা বদলে তারা দুটি টেস্ট খেলতেই রাজি হয়েছে। টেস্ট সিরিজের পর দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। ঢাকায় ২৭ ও ২৯ নভেম্বর প্রথম দুটি ম্যাচের পর ২ ডিসেম্বর হবে শেষ টি-টোয়েন্টি।
এর আগে অক্টোবরেই ওয়েস্ট ইন্ডিজ সফরে আসবে বাংলাদেশে। ক্যারিবীয়দের সঙ্গে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি খেলবে টাইগাররা। সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর, শেষ হবে ১ নভেম্বর।
ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী ডিসেম্বর-জানুয়ারিতে জাতীয় দলের আন্তর্জাতিক খেলা নেই। সে সময়ে আয়োজন হতে পারে বিপিএল। এরপর ফেব্রুয়ারিতেই ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে বসবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাযজ্ঞ।
ঢাকা/আমিনুল