অনৈতিক কর্মকাণ্ড-চাঁদাবাজি: ‘শিশু মিতালী’ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
Published: 2nd, September 2025 GMT
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ‘বৃদ্ধাশ্রম ও অসহায় প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র’ এবং এর সঙ্গে যুক্ত ‘শিশু মিতালী’ শিশু পার্কটিকে ঘিরে উঠেছে নানান বিতর্ক।
স্থানীয়দের অভিযোগ- মানবিক সেবার নামের আড়ালে এখানে কম বয়সী তরুণ-তরুণীদের জন্য অনৈতিক কর্মকাণ্ডের নিরাপদ আস্তানা গড়ে উঠেছিল। এ নিয়ে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন নিউজপোর্টাল ও টেলিভিশনে একাধিক সংবাদও প্রকাশিত হয়।
অন্য দিকে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী বকুল চৌধুরী অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন, তিনি আসলে চাঁদাবাজির শিকার।
তিনি বলেন, “কিছু চাঁদাবাজ ও দুর্নীতিপরায়ণ লোক আমার সুনাম নষ্ট করতে চাইছে। তারা বাইরে থেকে কিছু ছেলে-মেয়ে এনে ছবি-ভিডিও করে অসামাজিক কর্মকাণ্ডের অপপ্রচার চালায়। পরে মধ্যস্থতা করার নামে টাকা দাবি করে। তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমি ‘শিশু মিতালী’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছি।”
তিনি জানান, চাঁদাবাজির অভিযোগে তিনি এখনো পুলিশ বা প্রশাসনের কাছে কোনো লিখিত অভিযোগ দেননি। বরং সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ করলে তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানান।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
স্থানীয়রা জানান, টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কের পাশে বালীগাঁও এলাকায় প্রতিষ্ঠিত ‘বৃদ্ধাশ্রম ও অসহায় প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র’ এবং ‘শিশু মিতালী’ এই নামের আড়ালে একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠছিল।
প্রতিষ্ঠানটির গেটে সম্প্রতি টানানো হয়েছে বড় একটি লাল ব্যানার, তাতে লেখা “পরোক্ষ চাঁদাবাজির জন্য শিশু মিতালী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।” তবে কে বা কারা এটি চাঁদাবাজি করেছে সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
ঢাকা/রফিক/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’
ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা আরিফা পারভীন মৌসুমী। সোমবার (৩ নভেম্বর) ৫২ বছর বয়স পূর্ণ করলেন এই অভিনেত্রী। বিশেষ এই দিনে দেশে নেই, সন্তানদের সঙ্গে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী।
মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকলেও বাংলাদেশে অবস্থান করছেন তার স্বামী ওমর সানী। সোমবার (৩ নভেম্বর) সকালে চিত্রনায়ক ওমর সানী কয়েকটি ছবি তার ফেসবুকে পোস্ট করে স্ত্রীকে ভালোবাসার বার্তা দিয়েছেন।
আরো পড়ুন:
মৌসুমীকে বিয়ে করা কি ভুল ছিল ওমর সানীর
তারকাদের ব্যাংক হিসাব জব্দ
এসব ছবির ক্যাপশনে ওমর সানী লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব, আর যারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা নিউজ করে ওরা হচ্ছে…। শুভ জন্মদিন।”
জন্মদিনের প্রথম প্রহর থেকে ভক্ত-অনুরাগীরা প্রিয় অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন। ওমর সানীর এই পোস্টে নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমীকে।
চিত্রনায়িকা মুনমুন লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, প্রিয় অভিনেত্রী মৌসুমী আপা।” শাহনূর লেখেন, “শুভ জন্মদিন আপু।” আইরিন সুলতানা লেখেন, “শুভ জন্মদিন।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।
১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবার নাম নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। ছোটবেলা থেকেই অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন মৌসুমী। এরপর ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে কাজের সুযোগ পান।
চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটিবদ্ধ হন এ অভিনেত্রী। প্রথম সিনেমাতে নিজেদের মেধার জানান দেন সালমান শাহ ও মৌসুমী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনই ঢালিউডে নিজেদের অবস্থান তৈরি করে নেন। তারপর তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে মেধার দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী।
নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই অভিনেত্রী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ঢাকা/শান্ত