অসহায় ভ্যানচালকের পরিবারের পাশে তারেক রহমান
Published: 9th, September 2025 GMT
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অসহায় ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের ক্যান্সার আক্রান্ত স্ত্রী ও প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার‘-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রতিনিধিদল উপজেলার ভট্টখামার এলাকায় ওই ভ্যান চালকের বাড়িতে যান। প্রতিনিধিদল অসহায় এই পরিবারের খোঁজ-খবর নেন। তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
আরো পড়ুন:
বাগেরহাটে বুধ ও বৃহস্পতিবার হরতালের ডাক
ষড়যন্ত্র রুখে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান তারেক রহমানের
আমরা বিএনপি পরিবার‘-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, ‘‘ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের স্ত্রী শাহিমা বেগম (৫২) দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত এবং তার ছেলে আব্দুল্লাহ শেখ জন্ম থেকে প্রতিবন্ধী। টাকার অভাবে তাদের চিকিৎসা হচ্ছিল না। বিষয়টি জানতে পেরে তারেক রহমান আমাদের পাঠিয়েছেন। আমরা তাদের চাহিদা অনুযায়ী ২ লাখ ৫০ হাজার টাকা দিয়েছি।’’
এ সময় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, জাতীয়তাবাদী ছাত্রদলের বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোড়া, সাধারণ সম্পাদক শরিফুল কালাম কারিম প্রমুখ উপস্থিত ছিলেন।
ভবিষ্যতেও এই পরিবারের চিকিৎসা ব্যয় বহন করার আশ্বাস দেন এই নেতারা।
ঢাকা/শহিদুল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ত র ক রহম ন ত র ক রহম ন রহম ন র পর ব র ব এনপ
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।