দুই নাবালক সন্তানসহ অন্তঃসত্ত্বা বাংলাদেশি নারীকে ভারত-বাংলাদেশ সীমান্তে বসিয়ে রেখে পালিয়ে গেল আত্মীয়। দুই সন্তান নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত সীমান্তে অসহায়ের মতো বসে রইল অন্তঃসত্ত্বা ওই মহিলা। অবশেষে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই শিশুসহ ওই বাংলাদেশি নারীকে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। 

ঘটনা ভারত বাংলাদেশের পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকার। জিজ্ঞাসাবাদে জানা গেছে, চট্টগ্রামের বাসিন্দা বাংলাদেশি ওই নারীর নাম পরিমা আক্তার। দুই বছর ও চার বছরের দুই নাবালক সন্তানসহ তাকে ভারতের পেট্রাপোল সীমান্তের অংশে বসিয়ে রেখে পালিয়ে যায় তার নিজের কাকা শ্বশুর। ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে সীমান্ত নিয়ে আসেন তার ওই আত্মীয়। পরে সীমান্তের একটি হোটেলে তাদের খাওয়ানোর পর ফল কেনার নাম করে তিনি চুপচাপ পালিয়ে যান। 

আরো পড়ুন:

মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?

সাজা শেষে ৬ বছর জেলে, দেশে পাঠালেন ‘বজরঙ্গি ভাইজান’

পেট্রাপোল থানার পুলিশ জানিয়েছে, দুই শিশুসহ এক অন্তঃসত্ত্বা নারীকে অসহায়ের মতো ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা ওই নারীকে নিয়ে পুলিশের শরণাপন্ন হয়। জিজ্ঞাসাবাদে ওই নারী জানায় ছয় বছর আগে এক ভারতীয় নাগরিক মিলন শেখের সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। বিয়ের পর স্বামীসহ বাংলাদেশেই থাকছিলেন তারা। গেল ৯ মাস আগে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেন তারা। থাকছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানা এলাকায়। 

ওই নারীর অভিযোগ, ভারতে আসার পর থেকেই তার উপর মারধর ও চরম অত্যাচার শুরু করেছে শ্বশুরবাড়ির লোকজন। বাংলাদেশের ফিরে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন তারা। এই অবস্থায় রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে  তার কাকা শ্বশুর চাঁদ সেখ দুই সন্তানসহ পরীমা আক্তারকে বাংলাদেশ নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। নিয়ে আসেন ভারত-বাংলাদেশ সীমান্তে। কিন্তু পাসপোর্ট না থাকায় নিরাপত্তা রক্ষীদের ভয়ে তাদের ফেলে রেখেই পালিয়ে যান আত্মীয় চাঁদ সেখ। 

এদিকে ভারতের প্রবেশের উপযুক্ত নথি দেখাতে না পারায় ওই নারীকে আটক করে পেট্রাপোল থানার পুলিশ। আজ মঙ্গলবার তাকে তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। ওই নারীকে ১৪ দিনের বিচার বিভাগীয় জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পাশাপাশি মামলাটি সহানুভূতির সঙ্গে দেখার কথা জানিয়েছে আদালত। পাশাপাশি ওই নারীর স্বামী ও কাকা শ্বশুরকে দ্রুততার খুঁজে বের করে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশও দিয়েছে আদালত।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সন ত ন ওই ন র

এছাড়াও পড়ুন:

সিডনিতে তিন তারকার হলো দেখা

দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।

বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।

তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।

সিডনিতে গাইছেন তাহসান

সম্পর্কিত নিবন্ধ