দুই সন্তানসহ অন্তঃসত্ত্বা বাংলাদেশি নারীকে সীমান্তে ফেলে পালাল ভারতীয় শ্বশুর
Published: 16th, September 2025 GMT
দুই নাবালক সন্তানসহ অন্তঃসত্ত্বা বাংলাদেশি নারীকে ভারত-বাংলাদেশ সীমান্তে বসিয়ে রেখে পালিয়ে গেল আত্মীয়। দুই সন্তান নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত সীমান্তে অসহায়ের মতো বসে রইল অন্তঃসত্ত্বা ওই মহিলা। অবশেষে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই শিশুসহ ওই বাংলাদেশি নারীকে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের পুলিশ।
ঘটনা ভারত বাংলাদেশের পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকার। জিজ্ঞাসাবাদে জানা গেছে, চট্টগ্রামের বাসিন্দা বাংলাদেশি ওই নারীর নাম পরিমা আক্তার। দুই বছর ও চার বছরের দুই নাবালক সন্তানসহ তাকে ভারতের পেট্রাপোল সীমান্তের অংশে বসিয়ে রেখে পালিয়ে যায় তার নিজের কাকা শ্বশুর। ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে সীমান্ত নিয়ে আসেন তার ওই আত্মীয়। পরে সীমান্তের একটি হোটেলে তাদের খাওয়ানোর পর ফল কেনার নাম করে তিনি চুপচাপ পালিয়ে যান।
আরো পড়ুন:
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
সাজা শেষে ৬ বছর জেলে, দেশে পাঠালেন ‘বজরঙ্গি ভাইজান’
পেট্রাপোল থানার পুলিশ জানিয়েছে, দুই শিশুসহ এক অন্তঃসত্ত্বা নারীকে অসহায়ের মতো ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা ওই নারীকে নিয়ে পুলিশের শরণাপন্ন হয়। জিজ্ঞাসাবাদে ওই নারী জানায় ছয় বছর আগে এক ভারতীয় নাগরিক মিলন শেখের সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। বিয়ের পর স্বামীসহ বাংলাদেশেই থাকছিলেন তারা। গেল ৯ মাস আগে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেন তারা। থাকছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানা এলাকায়।
ওই নারীর অভিযোগ, ভারতে আসার পর থেকেই তার উপর মারধর ও চরম অত্যাচার শুরু করেছে শ্বশুরবাড়ির লোকজন। বাংলাদেশের ফিরে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন তারা। এই অবস্থায় রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে তার কাকা শ্বশুর চাঁদ সেখ দুই সন্তানসহ পরীমা আক্তারকে বাংলাদেশ নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। নিয়ে আসেন ভারত-বাংলাদেশ সীমান্তে। কিন্তু পাসপোর্ট না থাকায় নিরাপত্তা রক্ষীদের ভয়ে তাদের ফেলে রেখেই পালিয়ে যান আত্মীয় চাঁদ সেখ।
এদিকে ভারতের প্রবেশের উপযুক্ত নথি দেখাতে না পারায় ওই নারীকে আটক করে পেট্রাপোল থানার পুলিশ। আজ মঙ্গলবার তাকে তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। ওই নারীকে ১৪ দিনের বিচার বিভাগীয় জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পাশাপাশি মামলাটি সহানুভূতির সঙ্গে দেখার কথা জানিয়েছে আদালত। পাশাপাশি ওই নারীর স্বামী ও কাকা শ্বশুরকে দ্রুততার খুঁজে বের করে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশও দিয়েছে আদালত।
ঢাকা/সুচরিতা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সন ত ন ওই ন র
এছাড়াও পড়ুন:
‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’
ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা আরিফা পারভীন মৌসুমী। সোমবার (৩ নভেম্বর) ৫২ বছর বয়স পূর্ণ করলেন এই অভিনেত্রী। বিশেষ এই দিনে দেশে নেই, সন্তানদের সঙ্গে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী।
মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকলেও বাংলাদেশে অবস্থান করছেন তার স্বামী ওমর সানী। সোমবার (৩ নভেম্বর) সকালে চিত্রনায়ক ওমর সানী কয়েকটি ছবি তার ফেসবুকে পোস্ট করে স্ত্রীকে ভালোবাসার বার্তা দিয়েছেন।
আরো পড়ুন:
মৌসুমীকে বিয়ে করা কি ভুল ছিল ওমর সানীর
তারকাদের ব্যাংক হিসাব জব্দ
এসব ছবির ক্যাপশনে ওমর সানী লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব, আর যারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা নিউজ করে ওরা হচ্ছে…। শুভ জন্মদিন।”
জন্মদিনের প্রথম প্রহর থেকে ভক্ত-অনুরাগীরা প্রিয় অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন। ওমর সানীর এই পোস্টে নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমীকে।
চিত্রনায়িকা মুনমুন লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, প্রিয় অভিনেত্রী মৌসুমী আপা।” শাহনূর লেখেন, “শুভ জন্মদিন আপু।” আইরিন সুলতানা লেখেন, “শুভ জন্মদিন।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।
১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবার নাম নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। ছোটবেলা থেকেই অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন মৌসুমী। এরপর ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে কাজের সুযোগ পান।
চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটিবদ্ধ হন এ অভিনেত্রী। প্রথম সিনেমাতে নিজেদের মেধার জানান দেন সালমান শাহ ও মৌসুমী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনই ঢালিউডে নিজেদের অবস্থান তৈরি করে নেন। তারপর তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে মেধার দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী।
নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই অভিনেত্রী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ঢাকা/শান্ত