সংস্কারের অভাবে জরাজীর্ণ বন্দর সমাজসেবা কার্যালয়
Published: 16th, September 2025 GMT
বন্দর উপজেলার সমাজসেবা কার্যালয়টি আজ ভগ্নদশার চিত্র বহন করছে। ভবনের দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, ছাদে দেখা দিয়েছে ফাটল। বের হয়ে গেছে রড।
অফিস কক্ষের দেয়ালে স্যাঁতসেঁতে ভাব, কোথাও কোথাও পানি চুঁইয়ে পড়ছে বর্ষার দিনে। অথচ, এটি সেই কার্যালয় যেখানে এলাকার অসহায়, দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী, বয়স্কসহ হাজারো সুবিধাবঞ্চিত মানুষ দৈনন্দিন সরকারি সহায়তা নিতে আসেন।
বর্তমান এ পরিস্থিতিতে সেবা নিতে এসে সাধারণ মানুষকে প্রতিনিয়তই বিড়ম্বনায় পড়তে হচ্ছে। দীর্ঘক্ষণ বসার মতো নেই পর্যাপ্ত চেয়ার, নেই একটি মানসম্মত ওয়েটিং এরিয়া। বর্ষায় পানি পড়ে ভিজে যায় গুরুত্বপূর্ণ নথিপত্র।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। সংস্কারের প্রস্তাব গেছে, কিন্তু প্রতিক্রিয়া নেই। হয়তো এটাকে 'দরিদ্রদের অফিস' বলেই কেউ গুরুত্ব দিচ্ছে না।
সচেতন নাগরিকরা জানিয়েছে, সরকার যেখানে দরিদ্র ও অসহায়দের অধিকার নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিচ্ছে। সেখানে এমন গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের অবহেলা দুঃখজনক। অবিলম্বে সংস্কার না হলে ভবিষ্যতে এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবির জানান, বন্দর সমাজসেবা কার্যালয় কেবল একটি অফিস নয়, এটি অসংখ্য হতদরিদ্র মানুষের আশা ও নির্ভরতার জায়গা। তাই এর জরুরি সংস্কার ও আধুনিকায়ন এখন সময়ের দাবি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ দর দ র
এছাড়াও পড়ুন:
‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’
ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা আরিফা পারভীন মৌসুমী। সোমবার (৩ নভেম্বর) ৫২ বছর বয়স পূর্ণ করলেন এই অভিনেত্রী। বিশেষ এই দিনে দেশে নেই, সন্তানদের সঙ্গে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী।
মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকলেও বাংলাদেশে অবস্থান করছেন তার স্বামী ওমর সানী। সোমবার (৩ নভেম্বর) সকালে চিত্রনায়ক ওমর সানী কয়েকটি ছবি তার ফেসবুকে পোস্ট করে স্ত্রীকে ভালোবাসার বার্তা দিয়েছেন।
আরো পড়ুন:
মৌসুমীকে বিয়ে করা কি ভুল ছিল ওমর সানীর
তারকাদের ব্যাংক হিসাব জব্দ
এসব ছবির ক্যাপশনে ওমর সানী লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব, আর যারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা নিউজ করে ওরা হচ্ছে…। শুভ জন্মদিন।”
জন্মদিনের প্রথম প্রহর থেকে ভক্ত-অনুরাগীরা প্রিয় অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন। ওমর সানীর এই পোস্টে নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমীকে।
চিত্রনায়িকা মুনমুন লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, প্রিয় অভিনেত্রী মৌসুমী আপা।” শাহনূর লেখেন, “শুভ জন্মদিন আপু।” আইরিন সুলতানা লেখেন, “শুভ জন্মদিন।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।
১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবার নাম নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। ছোটবেলা থেকেই অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন মৌসুমী। এরপর ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে কাজের সুযোগ পান।
চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটিবদ্ধ হন এ অভিনেত্রী। প্রথম সিনেমাতে নিজেদের মেধার জানান দেন সালমান শাহ ও মৌসুমী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনই ঢালিউডে নিজেদের অবস্থান তৈরি করে নেন। তারপর তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে মেধার দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী।
নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই অভিনেত্রী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ঢাকা/শান্ত