হজযাত্রীদের অর্ধেক বহন করবে বিমান, বাকি অর্ধেক সৌদিয়া-ফ্লাইনাস
Published: 22nd, January 2025 GMT
চলতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ করতে যাবেন ৮৭ হাজার ১০০ জন। তাদের বহন করবে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি আরবের সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স।
হিজরি ১৪৪৬/২০২৫ সালের হজযাত্রী পরিবহনের জন্য বাংলাদেশ ও সৌদি আরবের তিনটি এয়ারলাইন্সের অনুকূলে হজযাত্রী কোটা বরাদ্দ দিয়ে বুধবার (২২ জানুয়ারি) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ করতে যাচ্ছেন।
ধর্ম মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিবন্ধিত হজযাত্রীর ৫০ শতাংশ অর্থাৎ ৪৩ হাজার ৫৫০ জন পরিবহন করবেন। অন্যদিকে, সৌদিয়া এয়ারলাইন্স পরিবহন করবে ৩০ হাজার ৪৮৫ জন হজযাত্রী, যা নিবন্ধিত হজযাত্রীর ৩৫ শতাংশ। বাকি ১৫ শতাংশ অর্থাৎ ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্স।
ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: ডিজি
আসন্ন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জোরালো ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি বলেছেন, আনসার সদস্যরা ভোট কেন্দ্রগুলোর প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন সংশ্লিষ্ট কাগজপত্রের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন।
ডিজি আরো বলেন, সাধারণত নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে অস্ত্রধারী এবং অস্ত্রবিহীন নারী ও পুরুষ আনসার সদস্যদের সমন্বয়ে একটি দল মোতায়েন করা হয়। আনসার বাহিনী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করবে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা হবে।তিনি
জানান, আনসার বাহিনী প্রথমবারের মতো ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করেছে, যেখানে প্রতিটি সদস্য সদর দপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমে যুক্ত থাকবেন।
ঢাকা/এমআর/রফিক