ট্রাম্পের কড়া সমালোচনায় সংবাদ সংস্থা এপি, ‘কট্টর বামপন্থি সংগঠন’ বলে আখ্যা
Published: 22nd, February 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে একটি 'কট্টর বামপন্থি সংগঠন' বলে অভিহিত করেছেন। শুক্রবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে এপির সম্পর্কের টানাপড়েন বাড়তে থাকে। বিশেষ করে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে 'গালফ অব আমেরিকা' রাখার সিদ্ধান্ত কেন্দ্র করে এই বিরোধ শুরু হয়।
ক্ষমতা গ্রহণের প্রথম মাসেই নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখার নির্দেশ দেন ট্রাম্প। তবে এপি তাদের প্রতিবেদনে উপসাগরের প্রচলিত নাম 'গালফ অব মেক্সিকো' ব্যবহার অব্যাহত রাখে। এতে অসন্তুষ্ট হয়ে হোয়াইট হাউস এপির সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, আইন মেনেই নাম পরিবর্তন করা হয়েছে এবং এপিকে এই পরিবর্তন মেনে নিতে হবে।
বৃহস্পতিবার ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নরদের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এপি নামের একটি সংবাদ সংস্থার সঙ্গে আমাদের লড়তে হচ্ছে। তারা একটি কট্টর বামপন্থি, সংগঠন সবার সঙ্গে খারাপ ব্যবহার করে তারা এবং এটা স্বীকার করতে চাইছে না যে গালফ অব মেক্সিকো বর্তমানে গালফ অব আমেরিকা নামে পরিচিত।
তিনি আরও বলেন, আপাতত আমরা তাদেরকে কোনো সংবাদ সম্মেলনে যোগ দিতে দিচ্ছি না। আমি নিশ্চিত, তাদের বিরুদ্ধে মামলা হবে এবং হয়তো তারা সেটাতে জিতেও যাবে। কিন্তু এতে কিছু আসে যায় না। এটি এমন একটি বিষয়, যেটা আমাদেরকে প্রভাবিত করেছে।
তবে ট্রাম্প এপির বিরুদ্ধে সম্ভাব্য আইনি ব্যবস্থা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি।
১৮০ বছর পুরনো বার্তা সংস্থা এপি মার্কিন সাংবাদিকতার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হয়। অসংখ্য সংবাদমাধ্যম এপির প্রতিবেদন ব্যবহার করে।
এদিকে এপি জানিয়েছে, তাদের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী, কোনো ভৌগোলিক অবস্থান উল্লেখের ক্ষেত্রে সেটির প্রচলিত ও সর্বাধিক স্বীকৃত নাম ব্যবহার করা হয়। ট্রাম্পের নির্দেশ শুধুমাত্র যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে কার্যকর হলেও আন্তর্জাতিকভাবে এখনো ওই উপসাগর 'গালফ অব মেক্সিকো' নামেই পরিচিত।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবহ র
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহ উদ্ধার
ফতুল্লায় ৪৮ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) সকালে ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ড্রেন থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪৮ বছর হবে।
তার বিস্তারিত নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তার পড়নে লুঙ্গি ও শার্ট ছিল। প্রাথমিকভাবে শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে কোনো একসময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।