ট্রাম্পের কড়া সমালোচনায় সংবাদ সংস্থা এপি, ‘কট্টর বামপন্থি সংগঠন’ বলে আখ্যা
Published: 22nd, February 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে একটি 'কট্টর বামপন্থি সংগঠন' বলে অভিহিত করেছেন। শুক্রবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে এপির সম্পর্কের টানাপড়েন বাড়তে থাকে। বিশেষ করে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে 'গালফ অব আমেরিকা' রাখার সিদ্ধান্ত কেন্দ্র করে এই বিরোধ শুরু হয়।
ক্ষমতা গ্রহণের প্রথম মাসেই নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখার নির্দেশ দেন ট্রাম্প। তবে এপি তাদের প্রতিবেদনে উপসাগরের প্রচলিত নাম 'গালফ অব মেক্সিকো' ব্যবহার অব্যাহত রাখে। এতে অসন্তুষ্ট হয়ে হোয়াইট হাউস এপির সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, আইন মেনেই নাম পরিবর্তন করা হয়েছে এবং এপিকে এই পরিবর্তন মেনে নিতে হবে।
বৃহস্পতিবার ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নরদের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এপি নামের একটি সংবাদ সংস্থার সঙ্গে আমাদের লড়তে হচ্ছে। তারা একটি কট্টর বামপন্থি, সংগঠন সবার সঙ্গে খারাপ ব্যবহার করে তারা এবং এটা স্বীকার করতে চাইছে না যে গালফ অব মেক্সিকো বর্তমানে গালফ অব আমেরিকা নামে পরিচিত।
তিনি আরও বলেন, আপাতত আমরা তাদেরকে কোনো সংবাদ সম্মেলনে যোগ দিতে দিচ্ছি না। আমি নিশ্চিত, তাদের বিরুদ্ধে মামলা হবে এবং হয়তো তারা সেটাতে জিতেও যাবে। কিন্তু এতে কিছু আসে যায় না। এটি এমন একটি বিষয়, যেটা আমাদেরকে প্রভাবিত করেছে।
তবে ট্রাম্প এপির বিরুদ্ধে সম্ভাব্য আইনি ব্যবস্থা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি।
১৮০ বছর পুরনো বার্তা সংস্থা এপি মার্কিন সাংবাদিকতার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হয়। অসংখ্য সংবাদমাধ্যম এপির প্রতিবেদন ব্যবহার করে।
এদিকে এপি জানিয়েছে, তাদের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী, কোনো ভৌগোলিক অবস্থান উল্লেখের ক্ষেত্রে সেটির প্রচলিত ও সর্বাধিক স্বীকৃত নাম ব্যবহার করা হয়। ট্রাম্পের নির্দেশ শুধুমাত্র যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে কার্যকর হলেও আন্তর্জাতিকভাবে এখনো ওই উপসাগর 'গালফ অব মেক্সিকো' নামেই পরিচিত।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবহ র
এছাড়াও পড়ুন:
নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: ডিজি
আসন্ন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জোরালো ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি বলেছেন, আনসার সদস্যরা ভোট কেন্দ্রগুলোর প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন সংশ্লিষ্ট কাগজপত্রের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন।
ডিজি আরো বলেন, সাধারণত নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে অস্ত্রধারী এবং অস্ত্রবিহীন নারী ও পুরুষ আনসার সদস্যদের সমন্বয়ে একটি দল মোতায়েন করা হয়। আনসার বাহিনী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করবে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা হবে।তিনি
জানান, আনসার বাহিনী প্রথমবারের মতো ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করেছে, যেখানে প্রতিটি সদস্য সদর দপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমে যুক্ত থাকবেন।
ঢাকা/এমআর/রফিক