তামিম ইকবাল গত বছর ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন প্রাইম ব্যাংকের হয়ে। লিগ শেষ হওয়ার পর থেকেই তার সঙ্গে কথা চালাতে থাকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। তামিম পুরোনো ঠিকানায় যেতে রাজিও হন। সঙ্গে নিজের মতো করে দল গোছানোর কথাও বলেন। তাতে সম্মত হয় মতিঝিল পাড়ার ক্লাবটি।

নিজের সঙ্গে মুশফিকুর রহিমকেও প্রাইম ব্যাংক থেকে নেন তামিম। দুজনের দলবদল আগামীকাল করবে মোহামেডান। শুধু তাদেরই নয়, শিরোপা পুনরুদ্ধারে এবার মোহামেডান ঢাকা লিগের নিয়মিত ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। সাইফ উদ্দিন তাদেরই একজন। আজ তার দলবদল সম্পন্ন হয়েছে। ছয় বছর আবাহনীতে খেলার পর মোহামেডানে নাম লিখেছেন পেস বোলিং অলরাউন্ডার।

আরো পড়ুন:

সাকিবকে দলে ভিড়িয়ে আলোচনায় রূপগঞ্জ

ডিপিএলে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ মুনিমের 

এছাড়া দলবদল করেছেন সাকিব আল হাসানও। শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে তারও পুরোনো ঠিকানা লিজেন্ডস অব রূপগঞ্জ। অনলাইনে তার দলবদল হয়েছে। তবে দেশে ফিরে ঢাকা লিগ সাকিব খেলতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ, পারটেক্স স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব প্রথম দিনের দলবদল করেছে। সব মিলিয়ে ১০৪ ক্রিকেটারের দলবদল হয়েছে।

ইমরুল কায়েস মোহামেডান ছেড়ে গেছেন অগ্রণী ব্যাংকে। এনামুল হক বিজয়ের নতুন ঠিকানা গাজী গ্রুপ ক্রিকেটার্স, সৌম্য সরকার গিয়েছেন রূপগঞ্জে। এই দলটি তানজিদ হাসান, জাকের আলী অনিক, আকবর আলী, শরিফুল ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়কেও দলে নিয়েছে।

সাব্বির রহমান প্রাইম ব্যাংক থেকে গিয়েছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবে। শামীম হোসেন পাটোয়ারী রূপগঞ্জ থেকে প্রাইম ব্যাংকে নাম লিখিয়েছেন।

১২ ক্লাব নিয়ে আগামী ৩ মার্চ থেকে শুরু হবে দেশের ক্লাব ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র দলবদল র পগঞ জ

এছাড়াও পড়ুন:

কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।

আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী–০১, বগুড়া–০৭ ও দিনাজপুর–০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসনে।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিএনপির প্রার্থীর তালিকা নিচে তুলে ধরা হলো–

সম্পর্কিত নিবন্ধ