ভিউ, লাইক–কমেন্ট নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও ঝগড়া
Published: 4th, March 2025 GMT
বিচিত্র সব চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেতা মোশাররফ করিম। এই অভিনেতাকে এবার ব্লগার চরিত্রে দেখা যাবে। যিনি টিকটক, ফেসবুক লাইভ নিয়ে সারাক্ষণ প্রতিযোগিতায় ব্যস্ত থাকেন। মূলত একজন ব্লগারের সংসার ও জীবনের টানাপোড়েন দেখানো হয়েছে নাটকে। শুধু তা–ই নয়, গল্পে তাঁর স্ত্রীও টিকটক, ফেসবুক নিয়ে ব্লগিং নিয়ে ব্যস্ত থাকেন। এই নাটকের নাম ‘জামাই বউ ব্লগার।’
মোশাররফ করিম.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ট্রাম্পের ঘনিষ্ঠজনকে নিয়ে মন্তব্য, বন্ধ হলো যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি অনুষ্ঠান
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন শো ‘জিমি কিমেল লাইভ!’ অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। মার্কিন নেটওয়ার্ক এবিসি এই তথ্য নিশ্চিত করেছে। বাতিলের পেছনে মূল কারণ হিসেবে বিবেচিত হয়েছে শোর হোস্ট জিমি কিমেলের বক্তব্য, যেখানে তিনি কনজারভেটিভ প্রভাবশালী চার্লি কার্কের হত্যার পটভূমিতে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সমালোচনা করেছিলেন। খবর ভ্যারাইটির
যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী লেট নাইট শোগুলোর একটি অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করার এই চাঞ্চল্যকর সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতমূলক বলে অভিযোগ করে নানা পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।
‘জিমি কিমেল লাইভ!’–এর সম্প্রচার বন্ধ হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, ‘এটি আমেরিকার জন্য দারুণ খবর।’
চার্লি কার্ক ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। গত সপ্তাহে ইউটাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুলিতে নিহত হন। ২২ বছর বয়সী টাইলার রবার্টসন এই হত্যার জন্য দায়ী বলে অভিযোগ আনা হয়েছে।