বিরাট কোহলি আবারও প্রমাণ করলেন কেন তিনি রান তাড়ার সেরা ব্যাটারদের একজন। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন এই ব্যাটিং মহাতারকা। তার অসাধারণ ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ।

২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোহলি ছুঁয়ে ফেলেছেন এক অনন্য মাইলফলক। রান তাড়ায় দ্বিতীয় ব্যাটার হিসেবে ৮,০০০ রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি। এ তালিকায় সবার ওপরে আছেন শচীন টেন্ডুলকার, যিনি ২৩২ ইনিংসে করেছেন ৮,৭২০ রান। কিন্তু কোহলি তার চেয়ে ৭৩ ইনিংস কম খেলে পৌঁছেছেন এই পর্যায়ে।

একটি পরিসংখ্যানে কোহলি ছাড়িয়ে গেছেন শচীনকেও। রান তাড়ায় কোহলির ২৮টি সেঞ্চুরি, যেখানে শচিনের আছে ১৭টি। এর মধ্যে কোহলির ২৪টি সেঞ্চুরিতেই ভারত জিতেছে, বিপরীতে শচিনের ১৪টি শতকে জয় পেয়েছিল দল। এছাড়া রান তাড়ায় কোহলির গড় ৮৯.

৫০, যা তাকে এ তালিকায় অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

কোহলির এই অসাধারণ সামর্থ্যের প্রশংসা করে স্মিথ বলেন, ‘এই খেলায় যত ব্যাটার এসেছে, রান তাড়ার ক্ষেত্রে সম্ভবত সে-ই সেরা। আমাদের বিপক্ষে সে বহুবার এমন পারফরম্যান্স দেখিয়েছে। খেলাটার গতি সে দারুণভাবে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের শক্তির জায়গায় খেলতে জানে এবং পরিস্থিতি গভীরভাবে বোঝে। আজও সে দুর্দান্ত খেলেছে।’

এদিকে, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ দুবাইতে খেলায় সমালোচনা করেছেন অনেকে, যার মধ্যে আছেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও। তবে স্মিথ মনে করেন, ভারত তাদের কৃতিত্বেই জিতেছে। ‘আমি এ বিষয়ে বেশি কিছু বলব না। যা হয়েছে, সেটাই বাস্তবতা। ভারত এখানে দুর্দান্ত খেলেছে। তাদের স্পিনার ও পেসাররা দারুণভাবে মানিয়ে নিয়েছে। তারা আমাদের হারিয়েছে, এবং তারা জয় পাওয়ার যোগ্যই ছিল।’—বলেন স্মিথ।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র ট ক হল কর ছ ন ক হল র

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি

চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ