বরগুনায় ভুক্তভোগী সেই কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি বরগুনা পৌরসভায় কিশোরীর বাড়িতে যান। এ সময় তিনি বিএনপির পক্ষ থেকে তার পরিবারকে আইনি সহায়তাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে কিশোরীর বাড়িতে যান বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম (মনি)। এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেন।

কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা করার পর তাঁর বাবা হত্যাকাণ্ডের শিকার হন। কিশোরীর পরিবার বলছে, ৪ মার্চ বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণিতে পড়া কিশোরীকে (১৪) এক বখাটের নেতৃত্বে কয়েকজন অপহরণ করে। এরপর তাকে ধর্ষণ করা হয়। পরদিন সকালে ওই কিশোরীকে স্থানীয় পার্কে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কিশোরীর বাবা (৩৭) ওই দিন রাতেই বরগুনা সদর থানায় সিজিত রায়সহ দুজনের নামে ধর্ষণের মামলা করেন। এরপর ১১ মার্চ কর্মস্থলে গিয়ে নিখোঁজ হন কিশোরীর বাবা। ওই দিন রাত সোয়া ১২টার দিকে বাড়ির পাশের ঝোপে তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা করেন।

আরও পড়ুনবরগুনার সেই পরিবারটির সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান, পাশে থাকার আশ্বাস১৬ মার্চ ২০২৫

আফরোজা আব্বাস বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ভুক্তভোগী এ পরিবারের পাশে দাঁড়াতে এসেছি। অনেকেই পরিবারটির খোঁজ নিয়েছেন। তবে আমার মনে হয়, সবার আগে তারেক রহমানই পরিবারটির সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।’

আফরোজা আব্বাস আরও বলেন, ‘আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব সময়ই নারী নির্যাতনের বিপক্ষে দাঁড়িয়েছেন। মহিলা দলকেও সব সময় নারী নির্যাতনের বিপক্ষে দাঁড়াতে বলেছেন। পরিবারটিকে হয়তো অনেক ভালো রাখতে পারব না, কিন্তু অনেক খারাপও থাকবে না ইনশাল্লাহ। ভুক্তভোগী পরিবারটির আইনি সহায়তাসহ সব ধরনের সহযোগিতা দিতে বিএনপি যথাসম্ভব পাশে থাকবে।’

আরও পড়ুন‘পোলারে মাইর‍্যা ফালাইছে, নাতনিডার জীবনও শ্যাষ করলো’১৬ মার্চ ২০২৫গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে কিশোরীর বাড়িতে যান বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম (মনি).

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত র ক রহম ন র পর ব র র র পর বরগ ন ব এনপ

এছাড়াও পড়ুন:

কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ

তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?

সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’

এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’

আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ