বরগুনায় থানায় ঢুকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, মেয়েসহ মহিলা দলের নেত্রী গ্রেপ্তার
Published: 19th, March 2025 GMT
বরগুনায় প্রতারণার মামলায় গ্রেপ্তার এক আসামিকে থানায় ঢুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে জেলার পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভাপতি ইসরাত জাহানের বিরুদ্ধে। এ সময় তিনি পুলিশের সঙ্গে কথা–কাটাকাটিতে জড়ান এবং আসামিকে ছেড়ে দিতে পুলিশকে হুমকি দেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বরগুনা সদর থানায় এ ঘটনা ঘটে।
প্রতারণার মামলায় গ্রেপ্তার ওই আসামির নাম সোহান। তিনি অভিযুক্ত মহিলা দলের নেত্রী ইসরাত জাহানের জামাতা। গতকাল তাঁকে গ্রেপ্তারের পর মেয়েকে নিয়ে থানায় ঢুকে তিনি তাঁকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ ঘটনায় মহিলা দলের নেত্রী ইসরাত জাহান (৪০) ও তাঁর মেয়ে সারজিনা মিমকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশকে হুমকি দেওয়ায় অভিযোগে মামলা করা হয়।
পুলিশ জানায়, গতকাল রাতে প্রতারণার মামলায় সোহান নামের এক যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে সদর থানা-পুলিশ। এরপর মেয়েকে সঙ্গে নিয়ে থানায় ঢুকে সোহানকে পুলিশের থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ইসরাত জাহান। এতে ব্যর্থ হলে পুলিশকে তিনি গালমন্দ করে ও হুমকি দেন। থানার সিসিটিভি ফুটেজেও ওই আসামিকে ছাড়িয়ে নিতে মহিলা দলের নেত্রীকে বাগ্বিতণ্ডা করতে দেখা যায়। পরে মেয়েসহ মহিলা দলের ওই নেত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।
হেফাজতে থাকায় এ ব্যাপারে মহিলা দলের নেত্রীর বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করে জেলা বিএনপির এক নেতা প্রথম আলোকে বলেন, পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভাপতি পুলিশের হাতে গ্রেপ্তার তাঁর জামাতাকে দেখতে সদর থানায় যান। সেখানে পুলিশের সঙ্গে তাঁর কথা–কাটাকাটি হয়। এমন ঠুনকো বিষয়ে তাঁকে ও তাঁর মেয়েকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি দুঃখজনক।
জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, এ ঘটনায় দুজনকে তাঁরা গ্রেপ্তার করেছেন। তাঁরা সম্পর্কে মা-মেয়ে। তাঁদের মধ্যে ইসরাত জাহান নামের এক নারী নিজেকে উপজেলা মহিলা দলের সভাপতি হিসেবে পরিচয় দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর ইসর ত জ হ ন দল র ন ত র সদর থ ন
এছাড়াও পড়ুন:
নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: ডিজি
আসন্ন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জোরালো ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি বলেছেন, আনসার সদস্যরা ভোট কেন্দ্রগুলোর প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন সংশ্লিষ্ট কাগজপত্রের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন।
ডিজি আরো বলেন, সাধারণত নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে অস্ত্রধারী এবং অস্ত্রবিহীন নারী ও পুরুষ আনসার সদস্যদের সমন্বয়ে একটি দল মোতায়েন করা হয়। আনসার বাহিনী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করবে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা হবে।তিনি
জানান, আনসার বাহিনী প্রথমবারের মতো ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করেছে, যেখানে প্রতিটি সদস্য সদর দপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমে যুক্ত থাকবেন।
ঢাকা/এমআর/রফিক