বরগুনায় প্রতারণার মামলায় গ্রেপ্তার এক আসামিকে থানায় ঢুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে জেলার পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভাপতি ইসরাত জাহানের বিরুদ্ধে। এ সময় তিনি পুলিশের সঙ্গে কথা–কাটাকাটিতে জড়ান এবং আসামিকে ছেড়ে দিতে পুলিশকে হুমকি দেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বরগুনা সদর থানায় এ ঘটনা ঘটে।

প্রতারণার মামলায় গ্রেপ্তার ওই আসামির নাম সোহান। তিনি অভিযুক্ত মহিলা দলের নেত্রী ইসরাত জাহানের জামাতা। গতকাল তাঁকে গ্রেপ্তারের পর মেয়েকে নিয়ে থানায় ঢুকে তিনি তাঁকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ ঘটনায় মহিলা দলের নেত্রী ইসরাত জাহান (৪০) ও তাঁর মেয়ে সারজিনা মিমকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশকে হুমকি দেওয়ায় অভিযোগে মামলা করা হয়।

পুলিশ জানায়, গতকাল রাতে প্রতারণার মামলায় সোহান নামের এক যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে সদর থানা-পুলিশ। এরপর মেয়েকে সঙ্গে নিয়ে থানায় ঢুকে সোহানকে পুলিশের থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ইসরাত জাহান। এতে ব্যর্থ হলে পুলিশকে তিনি গালমন্দ করে ও হুমকি দেন। থানার সিসিটিভি ফুটেজেও ওই আসামিকে ছাড়িয়ে নিতে মহিলা দলের নেত্রীকে বাগ্‌বিতণ্ডা করতে দেখা যায়। পরে মেয়েসহ মহিলা দলের ওই নেত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।

হেফাজতে থাকায় এ ব্যাপারে মহিলা দলের নেত্রীর বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করে জেলা বিএনপির এক নেতা প্রথম আলোকে বলেন, পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভাপতি পুলিশের হাতে গ্রেপ্তার তাঁর জামাতাকে দেখতে সদর থানায় যান। সেখানে পুলিশের সঙ্গে তাঁর কথা–কাটাকাটি হয়। এমন ঠুনকো বিষয়ে তাঁকে ও তাঁর মেয়েকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি দুঃখজনক।

জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, এ ঘটনায় দুজনকে তাঁরা গ্রেপ্তার করেছেন। তাঁরা সম্পর্কে মা-মেয়ে। তাঁদের মধ্যে ইসরাত জাহান নামের এক নারী নিজেকে উপজেলা মহিলা দলের সভাপতি হিসেবে পরিচয় দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর ইসর ত জ হ ন দল র ন ত র সদর থ ন

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ