ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে দেশীয় ফ্যাশনে অনন্য এক পরিচিতি তৈরি করা সাদাকালো ফ্যাশন ব্রান্ডটি  এবার ঈদ উপলক্ষে নিয়ে এসেছে বিশেষ ফ্লোরাল মোটিফ কালেকশন। এই কালেকশন সাজানো হয়েছে কালো-সাদা রঙের অনন্য সমন্বয়ে ফুলের নকশায়, যা আধুনিক ফ্যাশনের সঙ্গে ঐতিহ্যকে ধারণ করে।  

সাদাকালো  সবসময়ই বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে পোশাকের মাধ্যমে তুলে ধরতে চায়। এই ঈদ কালেকশনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ফুলের মোটিভ, যা প্রকৃতি ও নান্দনিকতার সৌন্দর্যকে তুলে ধরে। শাড়ি, কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, বাচ্চাদের পোশাক সহ নানা বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক এই সংগ্রহে রয়েছে।
এছাড়াও রয়েছে বাবা-ছেলে, মা-মেয়ের একই রকম পোশাক  যা ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলবে।  এবার প্রথমবারের মতো কো -অর্ড সেট কালেকশন এনেছে সাদাকালো।  এবারের ঈদ যেহেতু গরমের মধ্যে পড়বে, সেহেতু আরামদায়ক কাপড়ের কথা মাথায় রেখেই পোশাক ডিজাইন করেছে সাদাকালোর ডিজাইনাররা।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা  -আজহারুল হক আজাদ  বলেন, ‘ঈদ মানেই আনন্দ ও উদযাপন। আমাদের এবারের কালেকশন ফ্যাশনপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে, যেখানে তারা ঐতিহ্যবাহী পোশাকে পাবেন সমসাময়িক ডিজাইনের ছোঁয়া’।

নতুন এই কালেকশন পাওয়া যাবে সাদাকালোর সকল আউটলেট ও অনলাইন স্টোরে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ল কশন ড জ ইন

এছাড়াও পড়ুন:

নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: ডিজি

আসন্ন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জোরালো ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। 

সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তিনি বলেছেন, আনসার সদস্যরা ভোট কেন্দ্রগুলোর প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন সংশ্লিষ্ট কাগজপত্রের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন।

ডিজি আরো বলেন, সাধারণত নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে অস্ত্রধারী এবং অস্ত্রবিহীন নারী ও পুরুষ আনসার সদস্যদের সমন্বয়ে একটি দল মোতায়েন করা হয়। আনসার বাহিনী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করবে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা হবে।তিনি

জানান, আনসার বাহিনী প্রথমবারের মতো ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করেছে, যেখানে প্রতিটি সদস্য সদর দপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমে যুক্ত থাকবেন।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ