Samakal:
2025-09-18@04:58:38 GMT

পদাবলি

Published: 20th, March 2025 GMT

পদাবলি

ঘুমকুয়াশা 
মারুফুল ইসলাম

চোখের মাঝে দেখি চোখের আলো
ঘুমকুয়াশা পাহাড়ে মন টানে
মেঘ মজেছে সোনালি উত্তাপে
অবুঝ ঠোঁট অতীত ভেবে কাঁপে

চোখের মাঝে দেখি চোখের ছায়া
মন রয়েছে মনের ভারে নুয়ে
ঘামের ঘ্রাণে শরীর এলোমেলো
স্মৃতির চেয়ে স্মৃতির ব‍্যথা ভারী

চোখের মাঝে দেখি চোখের জাদু
রক্ত সে কি ঘুচায় শর্বরী
সুনীল দিন সাগরজলে ডাকে
জীবন আঁকে জঙ্গলের ছবি

 

মন খারাপ  
নভেরা হোসেন

মন খারাপ এখন বৃষ্টিতে ভিজছে
চরাচর ভিজে যাচ্ছে মুষলধারায়
তার সাথে মন খারাপও ঝরছে
একটানা কখনও থেমে থেমে
আকাশে বিদ্যুৎ চমক
সারা দুনিয়া ধূসর হয়ে উঠেছে
বৃক্ষচারীরা মাটিতে নেমে এসেছে 
নুহের প্লাবন মনে পড়ছে
প্রাণিকুল জোড়া বেঁধে আছে
তুমি শুধু একজন একক
লাটিমের মতো ঘূর্ণায়মান 
আসমানব্যাপী মাশরুম চাষ 
ঝাঁকে ঝাঁকে মিগ্ টুয়েন্টিফোর
চোয়ালের মাংস কিছুটা ঝুলে পড়েছে
কোনো কিছুই চিরন্তন নয় 
কোনো মানুষ, প্রেম-ঘৃণা-ভালোবাসা 
তবু যেন এই মুহূর্তে দারুণ এক টর্নেডো 
ভেদ করেছে তোমাকে 
এফোঁড় থেকে ওফোঁড়
চারদিকে ধু-ধু প্রান্তর
ক্রমাগত শুনতে পাচ্ছ নিজেকেই
এ যেন অনন্ত বহমান 
আদি নেই অন্ত নেই 
খুঁড়ে চলেছ পাতালের ঠিকানা 
বুক থেকে গল গল করে রক্ত ঝরছে
চোখ থেকে অশ্রু বৃষ্টি
তোমরা কেউ এখানে এসো না
শূন্যতা ভেদ করে অচিনের খোঁজে
বাড়ির পাশে আরশিনগর
সেথায় এক পড়শি বসত করে
আমি একদিনও না দেখিলাম তারে
এ এক অনন্ত যাত্রা
মন খারাপ আজ মাটিতে লম্বমান
ঝরে পড়ছে অঝোর ধারায়   
গুঁড়ো গুঁড়ো মিহিদানা 
জামদানির ঝালরকাটা প্রকৃতির জলরঙে   

 

মিলিয়ে যাবার আগে 
সুমী সিকানদার 
ঠিক মধ্যপথে দাঁড়িয়ে পড়েছি।
সামনে যাবার যেমন কোনো বাঁক নেই
পেছনে তাকাবার তেমন কোনো আলোও নেই;
যাতে করে আমি দেখতে পাই পুরোনো ঘর বা বারান্দায় টাঙানো ছবি।
ছোট একজীবন, ছোট ছোট তোমার-আমার যত ভুল 
রেহাই দেয়নি আমাদের।
আমি বরাবর বিদ্ধ ক্ষতযুক্ত
আমি বরাবর শব্দহীন বিক্ষিপ্ত 
আর তুমি উধাও।
কথা বলতে পারিনি তা নয় 
যা বলেছি অসময়ে 
যার প্রয়োজন ফুরিয়ে গেছিল বেলা বাড়ার আগেই।
আচমকা থেমে যাওয়া সকল কথা 
আমাকে পুরোনো কোলাহলের মধ্যমা মনে করায়
যে সময়টুকু ভরা প্রাণে,
সুহাসিনী ফুলের তাড়ায়, বিরল বাতাসে ওড়া আমি।
তখন সম্ভবত আমার অন্য ভাষার নাম ছিল
তুমি ছিলে একমাত্র দোভাষী।
নাহ এ মুহূর্তে আর সে সব দিনের ভাষায় ভরসা নেই 
এখন এই মধ্যপথে আমি
দ্রুত সিদ্ধান্তের মুখোমুখি।
পরাজিত ক্ষতগুলো লুকিয়ে ফেলেছি সদ্য হারানো কুয়াশায় 
বেশ হাসির খোরাক হতাম তা না হলে।
বিলম্ব মায়ায় কিছু বন্ধু জানে আমি ভালোবাসি কাঁচাফুল
আমি তার নাম ভালোবাসি।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: মন খ র প

এছাড়াও পড়ুন:

অমর একুশে বইমেলা ফেব্রুয়ারিকে স্পর্শ করুক

অমর একুশে বইমেলা বাংলাদেশের মানুষের প্রাণের মেলা। মূলত প্রকাশকদের উদ্যোগে মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশে এই বইমেলার সূত্রপাত। সম্প্রতি এই বইমেলা নানা কারণে-অকারণে ডিসেম্বরে করার কথা শোনা যাচ্ছে। এ প্রেক্ষিতে সুস্পষ্টভাবে বলতেই হচ্ছে -ডিসেম্বরে কিছুতেই মেলা করা যাবে না। কারণ সেসময় সারাদেশে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা চলবে।

বইমেলার প্রধান পাঠক আমাদের শিক্ষার্থী। তারা ডিসেম্বরে কিছুতেই মেলায় আসতে পারবে না। প্রধান পাঠকই যদি মেলায় আসতে না পারে তাহলে মেলা প্রাণহীন হয়ে পড়বে। বইমেলায় অংশগ্রহণকারি প্রকাশকরাও ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। তাছাড়া একুশের চেতনাকে ধারণ করে যে অমর একুশে বইমেলা, সেটা ফেব্রুয়ারিকে স্পর্শ করুক। ভাষা শহীদদরর প্রতি বইমেলার মাধ্যমে আমাদের যে শ্রদ্ধাঞ্জলি, তা অক্ষুন্ন থাকুক। 

আরো পড়ুন:

রাজশাহীতে বইপড়ায় কৃতিত্বের পুরস্কার পেল ২৩০৩ শিক্ষার্থী

‘গল্পকারের পছন্দের ৫০ গল্প’ গ্রন্থ প্রকাশিত

সর্বোপরি ৫ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি ২০২৫, এই সময়ে বইমেলা হতে কোন সমস্যা হওয়ার কথা নয়। অথবা তারিখ দুই একদিন এদিক-সেদিক করে নেয়া যেতে পারে। এ সময়ে রোজা নেই, নির্বাচনও নেই। নির্বাচনী ক্যাম্পেইন চলবে। এই মাঠে বইমেলা চলাকালীন সর্বদলীয় সিদ্ধান্তে কেউ সভা-সমাবেশ না করার সিদ্ধান্ত নিলে অনায়াসে এই সময়টাতে বইমেলা করা যেতে পারে। আমার বিশ্বাস- সব দলই অমর একুশে বইমেলার জন্য এই ছাড়টুকু দেবেন।

প্রায় পঞ্চাশ বছরের অধিক সময়ের  প্রচেষ্টায় অমর একুশে বইমেলা মহিরুহ হয়ে আমাদের কাছে আবির্ভূত, হঠকারি কোন সিদ্ধান্তে তা যেনো ধ্বংস হওয়ার উপক্রম না হয়। জেনে শুনে বাঙালির এতো বড় একটি সাংস্কৃতিক উৎসবকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্থ না করে বরং তা যে কোন মূল্যে আমাদের রক্ষা করা উচিত।

জানুয়ারিতে বাণিজ্যমেলায়ও হয়ে থাকে। এতে অমর একুশে বইমেলার ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে বলে আমি তা মনে করি না। বইমেলার প্রধান পাঠক শিক্ষার্থী। তারা বইমেলায় আসার জন্য মুখিয়ে থাকে। বাণিজ্য মেলায় যাওয়ার লোকজন বেশির ভাগই আলাদা। তবে অনেকেই বইমেলা এবং বাণিজ্যমেলা দুটোতেই যান। এটা তারা ম্যানেজ করে নিতে পারবেন বলে আমার বিশ্বাস।

আমি বলেছি শুধুমাত্র মেলার মাঠ প্রাঙ্গনে সভা-সমাবেশ না করার মাধ্যমে যদি সর্বদলীয় একটা সিদ্ধান্ত গৃহীত হয় তাহলে জানুয়ারি- ফেব্রুয়ারি মিলিয়ে  বইমেলা করা সম্ভব।আমার মনে হয়, বইমেলা চলাকালীন এই মাঠ কোন দলকে সভা-সমাবেশের জন্য সরকার বরাদ্দ না দিলে, অথবা বইমেলা চলাকালীন দলগুলো নিজের থেকেই এই মাঠের বরাদ্দ না চাইলে সমস্যা আর থাকে না।

লেখক: প্রকাশক পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ