২০২৫ আইপিএলের ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। আগের আসরগুলোতে ধারাভাষ্য দিলেও এবার বিসিসিআইয়ের তালিকায় তার নাম নেই।  

ভারতীয় সংবাদমাধ্যম ‘মাই খেল’ জানিয়েছে, কিছু ক্রিকেটারের অভিযোগের পর পাঠানকে প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, ব্যক্তিগত রোষে ধারাভাষ্যে খেলোয়াড়দের নিয়ে নেতিবাচক মন্তব্য করেন ইরফান। এমনকি একজন তারকা ক্রিকেটার তার নম্বরও ব্লক করে রেখেছেন বলে জানা গেছে।  

সূত্র বলছে, পাঠানের ‘অ্যাটিটিউড’ ও ধারাভাষ্যে পক্ষপাতদুষ্ট বিশ্লেষণ বিসিসিআই ভালোভাবে নেয়নি। এর আগেও ক্রিকেটারদের অভিযোগে বাদ পড়েছিলেন সঞ্জয় মাঞ্জরেকার ও হার্শা ভোগলে। এবারের ধারাভাষ্যকার তালিকায় আছেন গাভাস্কার, শেবাগ, হরভজন, ধাওয়ান, ডি ভিলিয়ার্সসহ অনেক সাবেক তারকা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইরফ ন প ঠ ন

এছাড়াও পড়ুন:

আমির খান আলোচিত যে ৭ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন

‘সাজন’
লরেন্স ডিসুজার এই রোমান্টিক সিনেমাটি উপমহাদেশজুড়েই ব্যাপক জনপ্রিয়তা পায়, সিনেমাটির গানগুলোও মানুষের মুখে মুখে ফেরে। বিভিন্ন ভাষায় সিনেমাটির রিমেক হয়। তবে মূল সিনেমাটিই আদতে একটি ফরাসি নাটক থেকে অনুপ্রাণিত। আলোচিত এ হিন্দি সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও সালমান খান। এ ছাড়া ছিলেন কাদের খান। ১৯৯১ সালে এটি ছিল সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমা। শুরুতে এ ছবির প্রস্তাব যায় আমির খানের কাছে। কিন্তু তাঁর কাছে চরিত্রটি পছন্দ হয়নি। আমির খান জানান, চরিত্রটির সঙ্গে তিনি কোনোভাবেই একাত্মবোধ করতে পারছেন না, তাই ফিরিয়ে দেন।

‘ডর’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ