প্রাইম ব্যাংকের সাব্বির হোসেন ও ইরফান শুক্কুর সেঞ্চুরিতে দলকে এনে দিয়েছিলেন বড় পুঁজি। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক ইমরুল কায়েস সেঞ্চুরিতে দিলেন জবাব। সাথে ফিফটিও করলেন সাদমান ইসলাম। কিন্তু বড় রান তাড়া করে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

তিন সেঞ্চুরির ম্যাচে শেষ হাসিটা হেসেছে প্রাইম ব্যাংক। সাভারের বিকেএসপিতে আগে ব্যাটিং করতে নেমে প্রাইম ব্যাংক ৩ উইকেটে ৩২১ রান করে। জবাবে অগ্রণী ব্যাংক সবকটি উইকেট হারিয়ে ২৮৭ রানের বেশি করতে পারেনি। প্রাইম ব্যাংকের ওপেনার সাব্বির ১২১ বলে ৭ চার ও ৫ ছক্কায় ১০২ রান করেন। অধিনায়ক ইরফান শুক্কুর ৯৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় করেন ১০৭ রান। এছাড়া ৪৮ রানে অপরাজিত থাকেন শাহাদাত হোসেন। ৩৩ বলে ২ চার ও ৩ ছক্কায় সাজান ইনিংসটি। এছাড়া জাকির হাসান ২৬ ও নাঈম শেখের ব্যাট থেকে আসে ৩২ রান।

অগ্রণী ব্যাংক শুরু থেকে জবাব দিচ্ছেল ভালো। ১৬ বলে ৩ বাউন্ডারিতে দ্রুত ২৩ রান করেন প্রীতম। সাদমান ৮২ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৮ রান করেন। সাদমান ফিফটির পরপরই সাজঘরে ফিরলেও ইমরুল তুলে নেন সেঞ্চুরি। লিগে এটি তার প্রথম সেঞ্চুরি হলেও এর আগে ৯৪, ৫০, ৬২ ও ৮৬ রানের ইনিংস খেলেছেন। এবার তিন অঙ্কের দেখা পেলেও দলকে জেতাতে পারেননি। ১১৫ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১১৬ রান করেন। বাকিরা এরপর জয়ের কাজটা আর করতে পারেননি।

আরো পড়ুন:

পারভেজের সেঞ্চুরিতে আবাহনীর জয়রথ ছুটছে

রাকিবের ব্যাটে পারটেক্সের রোমাঞ্চকর জয়, বৃষ্টির পেটে বিকেএসপির ম্যাচ

দুই স্পিনার রিশাদ হোসেন ও আরাফাত সানী ৩টি করে উইকেট নেন। ২ উইকেট পেয়েছেন পেসার হাসান মাহমুদ। প্রাইম ব্যাংকের এটি আট ম্যাচে পঞ্চম জয়। অগ্রণী ব্যাংকের সমান ম্যাচে তৃতীয় হার।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ন উইক ট

এছাড়াও পড়ুন:

ঠিক কতটুকু ডিটারজেন্ট ব্যবহার করলে কাপড় হবে পরিষ্কার, অপচয়ও কমবে

ডিটারজেন্ট কতটুকু ব্যবহার করবেন

গড়পড়তা ২–৩ কেজি কাপড়ের জন্য ২ টেবিল চামচের বেশি ডিটারজেন্ট লাগে না।

ডিটারজেন্টের মাপার ক্যাপ কখনো পূর্ণ করবেন না। অধিকাংশ সময় এত কাপড় একসঙ্গে ধোওয়া হয় না।

একটি মাত্র পোশাক ভিজিয়ে রাখতে চাইলে প্রতি গ্যালন (৩ দশমিক ৭৮ লিটার)

পানিতে ১ চা–চামচ ডিটারজেন্ট যথেষ্ট।

অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহারের লক্ষণ

কাপড়ে ডিটারজেন্টের আস্তর লেগে থাকবে।

কাপড় শক্ত, খসখসে বা আঠালো হয়ে যাবে।

রঙিন কাপড় ম্লান ও সাদা কাপড় ধূসর হয়ে যাবে।

ওয়াশিং মেশিন থেকে দুর্গন্ধ আসবে।

আরও পড়ুনধোয়ার পর কাপড়ের ক্ষতি হবে না, যদি মেনে চলেন এসব উপায়১৪ অক্টোবর ২০২৪কোন কোন বিষয়ের ওপর নির্ভর করবে ডিটারজেন্টের পরিমাণ

কাপড়ের পরিমাণ ও ধরন: তোয়ালে, বিছানার চাদরের মতো ভারী কাপড়ের জন্য ডিটারজেন্ট একটু বেশি দরকার হয়।

কাপড় কতটা নোংরা: দাগযুক্ত কাপড়ে সামান্য বাড়তি ডিটারজেন্ট দিন।

পানির খরতা: খর পানিতে ডিটারজেন্ট বেশি লাগে, মৃদু পানিতে কম।

হাতে কাপড় ধোওয়ার সময়

ছোট বালতি (৩–৮ লিটার পানি): ১ চা–চামচ

মাঝারি বালতি (৯–১৪ লিটার পানি): ২ চা–চামচ

বড় বালতি (১৫ লিটারের বেশি পানি): ১ টেবিল চামচ

কাপড় দেওয়ার আগে পানিতে ডিটারজেন্ট ভালোভাবে গুলিয়ে নিন। তাতে অবশিষ্টাংশ কাপড়ে আটকে থাকবে না।আরও পড়ুনধোয়া কাপড় থেকেও দুর্গন্ধ বেরোচ্ছে? জেনে রাখুন সমাধান০২ অক্টোবর ২০২৩কাপড়ের ধরন অনুযায়ী

সিল্ক ও পশমি কাপড়: ১/২–১ চা–চামচ (প্রতি ৩–৮ লিটার পানি)

সুতি ও সিনথেটিক কাপড়: ১ চা–চামচ (ময়লা বেশি হলে সামান্য বাড়ান)

খুব নোংরা কাপড়: আগে দাগ পরিষ্কার করে নিন, তারপর ১.৫ চা–চামচ পর্যন্ত ডিটারজেন্ট দিন।

দাগ দূর করার টিপস

কোনো দাগ সহজে না উঠলে তার ওপর সরাসরি সামান্য ডিটারজেন্ট লাগিয়ে আলতো করে ঘষুন।

পরে পানিতে ভিজিয়ে নিন।

এতে পুরো বালতিতে অতিরিক্ত ডিটারজেন্ট দিতে হবে না।

পর্যাপ্ত ডিটারজেন্ট ব্যবহার করছেন কি না বুঝবেন যেভাবে

কাপড় ধোয়ার পর সাবানের আস্তর বা গন্ধ থাকবে না।

কাপড় হবে নরম ও আরামদায়ক।

লন্ড্রি পড ব্যবহার করলে

ছোট লোড: ১ পড

মাঝারি লোড: ২ পড

বড় লোড: ৩ পড

সূত্র: গুড হাউসকিপিং

আরও পড়ুনবডি স্প্রে নাকি পারফিউম—কখন, কোথায়, কোনটা ব্যবহার করবেন২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ