প্রাইম ব্যাংকের সাব্বির হোসেন ও ইরফান শুক্কুর সেঞ্চুরিতে দলকে এনে দিয়েছিলেন বড় পুঁজি। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক ইমরুল কায়েস সেঞ্চুরিতে দিলেন জবাব। সাথে ফিফটিও করলেন সাদমান ইসলাম। কিন্তু বড় রান তাড়া করে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

তিন সেঞ্চুরির ম্যাচে শেষ হাসিটা হেসেছে প্রাইম ব্যাংক। সাভারের বিকেএসপিতে আগে ব্যাটিং করতে নেমে প্রাইম ব্যাংক ৩ উইকেটে ৩২১ রান করে। জবাবে অগ্রণী ব্যাংক সবকটি উইকেট হারিয়ে ২৮৭ রানের বেশি করতে পারেনি। প্রাইম ব্যাংকের ওপেনার সাব্বির ১২১ বলে ৭ চার ও ৫ ছক্কায় ১০২ রান করেন। অধিনায়ক ইরফান শুক্কুর ৯৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় করেন ১০৭ রান। এছাড়া ৪৮ রানে অপরাজিত থাকেন শাহাদাত হোসেন। ৩৩ বলে ২ চার ও ৩ ছক্কায় সাজান ইনিংসটি। এছাড়া জাকির হাসান ২৬ ও নাঈম শেখের ব্যাট থেকে আসে ৩২ রান।

অগ্রণী ব্যাংক শুরু থেকে জবাব দিচ্ছেল ভালো। ১৬ বলে ৩ বাউন্ডারিতে দ্রুত ২৩ রান করেন প্রীতম। সাদমান ৮২ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৮ রান করেন। সাদমান ফিফটির পরপরই সাজঘরে ফিরলেও ইমরুল তুলে নেন সেঞ্চুরি। লিগে এটি তার প্রথম সেঞ্চুরি হলেও এর আগে ৯৪, ৫০, ৬২ ও ৮৬ রানের ইনিংস খেলেছেন। এবার তিন অঙ্কের দেখা পেলেও দলকে জেতাতে পারেননি। ১১৫ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১১৬ রান করেন। বাকিরা এরপর জয়ের কাজটা আর করতে পারেননি।

আরো পড়ুন:

পারভেজের সেঞ্চুরিতে আবাহনীর জয়রথ ছুটছে

রাকিবের ব্যাটে পারটেক্সের রোমাঞ্চকর জয়, বৃষ্টির পেটে বিকেএসপির ম্যাচ

দুই স্পিনার রিশাদ হোসেন ও আরাফাত সানী ৩টি করে উইকেট নেন। ২ উইকেট পেয়েছেন পেসার হাসান মাহমুদ। প্রাইম ব্যাংকের এটি আট ম্যাচে পঞ্চম জয়। অগ্রণী ব্যাংকের সমান ম্যাচে তৃতীয় হার।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ন উইক ট

এছাড়াও পড়ুন:

সরকারের প্রস্তাবিত নীতিতে ইন্টারনেটের দাম ২০% বাড়বে: আইএসপিএবি

সরকারের প্রস্তাবিত নীতিমালায় বিভিন্ন ফি ও চার্জ আরোপের কারণে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার খরচ আরও অন্তত ২০ শতাংশ পর্যন্ত বাড়বে বলছেন দেশের ইন্টারনেট সেবাদাতারা।

ইন্টারনেটের দাম বাড়ার বিষয়টি দায়িত্বশীল নেতৃত্বের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ চেয়েছেন সেবাদাতারা।

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন (আইএসপিএবি) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায়।

সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডারদের (এফটিএসপি) জন্য একটি গাইড লাইনের খসড়া করেছে। এ নিয়ে আপত্তি তুলেছে আইএসপিএবি।

নতুন গাইডলাইনে ৫ দশমিক ৫ শতাংশ রেভিনিউ শেয়ার এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলের জন্য ১ শতাংশ দিতে হবে। এ ছাড়া এফটিএসপি অপারেটরদের ক্রয়মূল্য ১৪ শতাংশ বাড়বে।

আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, টেলিযোগাযোগ খাত নিয়ে সরকার তার উদ্দেশ্য থেকে বেরিয়ে এসেছে এবং জনগণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না। সরকার ভুল পথে এগিয়ে যাচ্ছে।

আমিনুল হাকিম বিদ্যমান নীতির সঙ্গে প্রস্তাবিত নীতির তুলনামূলক উপস্থাপনা তুলে ধরে বলেন, বিদ্যমান নীতিতে সরকার এই খাত রেভিনিউ শেয়ারিং, সামাজিক দায়বদ্ধতা তহবিল এবং ভ্যাটসহ ২১ দশমিক ৪৫ শতাংশ পায় কিন্তু নতুন নীততে তা ৪০ দশমিক ২৫ শতাংশ হবে। সরকারি নীতিতে শহর ও গ্রামে বৈষম্য বাড়বে।

আমিনুল হাকিম বলেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসা সরকার বৈষম্য উপহার দিচ্ছে। সরকার একদিকে ইন্টারনেটের দাম কমানোর কথা বলছে, অন্যদিকে নিজেরা দাম বাড়াচ্ছে। তিনি আরও বলেন, স্টারলিংকের জন্য সরকার লাইসেন্স ফি ধরেছে ১০ হাজার ডলার অর্থাৎ ১২ লাখ টাকা। কিন্তু দেশের আইএসপিদের জন্য তা ২৫ লাখ টাকা ধরা হয়েছে। তাঁর প্রশ্ন, স্টারলিংককে এত সুবিধা দেওয়ার কারণ কি?

সংবাদ সম্মেলনে আইএসপিএবি বলেছে, প্রস্তাবিত খসড়া গাইডলাইনে মোবাইল অপারেটরদের ফিক্সড ওয়্যারলেস একসেস এবং লাস্ট মাইল ফাইবার সংযোগের মাধ্যমে ফিক্সড কানেক্টিভিটি দেওয়ার স্পষ্ট অনুমোদন দেওয়া হয়েছে। যা দেশীয় এবং নিজস্ব বিনিয়োগে গড়ে ওঠা আইএসপিগুলোর জন্য চরম অসম প্রতিযোগিতা সৃষ্টি করবে। এ ছাড়া বড় প্রভাব পড়বে সাধারণ গ্রাহকের ওপর।

সম্পর্কিত নিবন্ধ