Risingbd:
2025-11-03@06:44:51 GMT

বরগুনাগামী বাসে ডাকাতি

Published: 25th, March 2025 GMT

বরগুনাগামী বাসে ডাকাতি

বরগুনার গলাচিপা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইমরান পরিবহন নামের একটি বাসে ডাকাতি হয়েছে। এসময় তারা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

সোমবার (২৪ মার্চ) রাত ৩টার দিকে বাকেরগঞ্জ- বরগুনা আঞ্চলিক মহাসড়কের গলাচিপা এলাকায় ঘটনা ঘটে।

বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান রাইজিংবিডিকে বলেন, “কাছাকাছি এলাকায় পুলিশ টহলরত অবস্থায় ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। এর আগেই ডাকাতদল পালিয়ে যায়। আমরা অল্প সময়ের মধ্যেই ডাকাত দলের সব সদস্যকে গ্রেপ্তার করব।” 

আরো পড়ুন:

সাভারে চলন্তবাসে ছিনতাইয়ের অভিযোগ, আটক ৩

ওসমানী মেডিকেল 
সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে ‘কিশোর গ্যাংয়ের’ হামলা, আহত ৩ 

যাত্রীরা জানান, রাত ১০টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসে ইমরান পরিবহনের বাসটি। সড়কে গাছ ফেলে সড়ক বন্ধ করে ডাকাতি করে সশস্ত্র ডাকাত দল। তারা যাত্রীদের কাছ থেকে  নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোনলুট করে নিয়ে যায়। 

বাসটির যাত্রী হেমায়েত উদ্দিন বিশ্বাস বলেন, “চান্দখালী এলাকা পাড় হয়ে গলাচিপা এলাকায় প্রবেশ করতেই সড়কে গাছ ফেলে ডাকাতরা। তারা তিনটি বাসের গতিরোধ করে। ইমরান পরিবহনের একটি বাসে হামলা চালায় সশস্ত্র ডাকাতরা। অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, গহনা, নতুন পোশাকসহ যার কাছে যা পেয়েছে সব কিছু ছিনিয়ে নিয়েছে তারা। এরপর ডাকাতরা চলে যায়।” 

ঢাকা/ইমরান/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ ইমর ন বরগ ন

এছাড়াও পড়ুন:

সরকারের প্রস্তাবিত নীতিতে ইন্টারনেটের দাম ২০% বাড়বে: আইএসপিএবি

সরকারের প্রস্তাবিত নীতিমালায় বিভিন্ন ফি ও চার্জ আরোপের কারণে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার খরচ আরও অন্তত ২০ শতাংশ পর্যন্ত বাড়বে বলছেন দেশের ইন্টারনেট সেবাদাতারা।

ইন্টারনেটের দাম বাড়ার বিষয়টি দায়িত্বশীল নেতৃত্বের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ চেয়েছেন সেবাদাতারা।

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন (আইএসপিএবি) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায়।

সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডারদের (এফটিএসপি) জন্য একটি গাইড লাইনের খসড়া করেছে। এ নিয়ে আপত্তি তুলেছে আইএসপিএবি।

নতুন গাইডলাইনে ৫ দশমিক ৫ শতাংশ রেভিনিউ শেয়ার এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলের জন্য ১ শতাংশ দিতে হবে। এ ছাড়া এফটিএসপি অপারেটরদের ক্রয়মূল্য ১৪ শতাংশ বাড়বে।

আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, টেলিযোগাযোগ খাত নিয়ে সরকার তার উদ্দেশ্য থেকে বেরিয়ে এসেছে এবং জনগণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না। সরকার ভুল পথে এগিয়ে যাচ্ছে।

আমিনুল হাকিম বিদ্যমান নীতির সঙ্গে প্রস্তাবিত নীতির তুলনামূলক উপস্থাপনা তুলে ধরে বলেন, বিদ্যমান নীতিতে সরকার এই খাত রেভিনিউ শেয়ারিং, সামাজিক দায়বদ্ধতা তহবিল এবং ভ্যাটসহ ২১ দশমিক ৪৫ শতাংশ পায় কিন্তু নতুন নীততে তা ৪০ দশমিক ২৫ শতাংশ হবে। সরকারি নীতিতে শহর ও গ্রামে বৈষম্য বাড়বে।

আমিনুল হাকিম বলেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসা সরকার বৈষম্য উপহার দিচ্ছে। সরকার একদিকে ইন্টারনেটের দাম কমানোর কথা বলছে, অন্যদিকে নিজেরা দাম বাড়াচ্ছে। তিনি আরও বলেন, স্টারলিংকের জন্য সরকার লাইসেন্স ফি ধরেছে ১০ হাজার ডলার অর্থাৎ ১২ লাখ টাকা। কিন্তু দেশের আইএসপিদের জন্য তা ২৫ লাখ টাকা ধরা হয়েছে। তাঁর প্রশ্ন, স্টারলিংককে এত সুবিধা দেওয়ার কারণ কি?

সংবাদ সম্মেলনে আইএসপিএবি বলেছে, প্রস্তাবিত খসড়া গাইডলাইনে মোবাইল অপারেটরদের ফিক্সড ওয়্যারলেস একসেস এবং লাস্ট মাইল ফাইবার সংযোগের মাধ্যমে ফিক্সড কানেক্টিভিটি দেওয়ার স্পষ্ট অনুমোদন দেওয়া হয়েছে। যা দেশীয় এবং নিজস্ব বিনিয়োগে গড়ে ওঠা আইএসপিগুলোর জন্য চরম অসম প্রতিযোগিতা সৃষ্টি করবে। এ ছাড়া বড় প্রভাব পড়বে সাধারণ গ্রাহকের ওপর।

সম্পর্কিত নিবন্ধ