ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পারিবারিক বিরোধে চাচাতো ভাইয়ের ইটের আঘাতে জামাল মিয়া (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামাল মিয়া খাঁটিহাতা গ্রামের সনু মিয়ার বড় ছেলে। পেশায় তিনি পরিবহনশ্রমিক ছিলেন। তাঁর বাবা সনু মিয়া ও চাচা লহু মিয়া অনেক বছর আগে মারা যান। তাঁরা রেখে গেছেন ছয় শতক ভিটেবাড়ি। ওই বাড়িতে দুই ভাইয়ের ছয় ছেলে পরিবার নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে ওই সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা নিয়ে ছয় ভাইয়ের মধ্যে বিরোধ শুরু হয়। এর জেরে গতকাল রাত সাড়ে আটটার দিকে তাদের মধ্যে ঝগড়া হয়। ওই সময় বাড়িতে একা ছিলেন জামাল মিয়া। লহু মিয়ার বড় ছেলে বাবুল মিয়ার নেতৃত্বে তাঁর ভাই ও পরিবারের সদস্যরা জামাল মিয়াকে মারধর করেন। একপর্যায়ে এক ভাই জামালের মাথায় ইট দিয়ে আঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় জামাল মিয়াকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বাবুল মিয়া ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, চাচাতো ভাইয়ের ইটের আঘাতে জামাল মিয়া নিহত হয়েছেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএমএল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের প্রতিনিধি দল। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমএলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সভাপতি নাসিম খান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব রেজওয়ান মর্তুজা ও যুগ্ম মহাসচিব সাকিব খান।

সাক্ষাতের সময় প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে ডিসেম্বরের মধ্যে দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করে। এ সময় দলটির পক্ষ থেকে একটি স্মারকলিপিও দেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ