বাংলা নববর্ষ ঘিরে দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। রাজধানীর কাওলায় অবস্থিত সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপন করা হবে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব যাত্রীদের শুভেচ্ছা জানানো হবে।
আয়োজকরা জানান, বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব নাসরীন জাহান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো.
বেবিচক জানায়, বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে। এতে থাকবে লোকজ বাদ্যযন্ত্র ও সাংস্কৃতিক উপকরণ।
অনুষ্ঠানস্থলে থাকবে নানা ধরনের ঐতিহ্যবাহী পণ্যের স্টল। যেখানে প্রদর্শিত হবে বাঙালির লোকজ খাবার, হস্তশিল্প, খেলনা ও গ্রামীণ পরিবেশে নির্মিত দৃষ্টিনন্দন সাজসজ্জা।
এছাড়া অনুষ্ঠানের শেষে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বেবিচক কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হবে আবৃত্তি, সংগীত, নৃত্য ও নাটিকা।
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া সমকালকে বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতেই একটি জনবান্ধব প্রতিষ্ঠান গড়ে ওঠে।
উৎস: Samakal
কীওয়ার্ড: অন ষ ঠ ন র নববর ষ
এছাড়াও পড়ুন:
বিএনপি ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে: তারেক রহমান
ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে