ভোরের কাগজের মিডিয়া তালিকাভুক্তি বাতিল
Published: 16th, April 2025 GMT
প্রচার সংখ্যা কারচুপি এবং অসত্য তথ্য দেওয়ার অভিযোগে দৈনিক ভোরের কাগজের সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল করেছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)। সম্প্রতি পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ২০ জানুয়ারি ভোরের কাগজের ঢাকা অফিস ও প্রেস পরিদর্শন করে ডিএফপির তিন সদস্যের একটি টিম। পরিদর্শনের সময় অফিস গেটে ‘মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে অফিস বন্ধ’ সংক্রান্ত একটি নোটিশ দেখা যায় এবং অফিসটি বন্ধ পাওয়া যায়।
এতে আরও বলা হয়, পরে আন্দোলনরত কর্মচারীদের অভিযোগের ভিত্তিতে অধিকতর তদন্তে নামে ডিএফপি। তদন্তে দেখা যায়, প্রিন্টার্স লাইনে উল্লেখিত হামরাই প্রিন্টিং প্রেসে পত্রিকাটির ছাপা বন্ধ রয়েছে। কোথায় ছাপা হচ্ছে, সে বিষয়ে ডিএফপিকে কোনো তথ্য সরবরাহ করেনি কর্তৃপক্ষ। প্রায় তিন মাস পর ১১ মার্চ পত্রিকাটি হামরাই প্রেসে পুনরায় ছাপা শুরু করে। এর ধারাবাহিকতায় ২১ মার্চ ডিএফপির দুই সদস্যের একটি টিম পত্রিকাটির অফিস ও প্রেস আবারও পরিদর্শন করে। তখনও অফিসটি বন্ধ এবং প্রেসে কোনো ছাপা কার্যক্রম চলমান ছিল না। কোনো প্রিন্ট অর্ডার পাওয়া যায়নি, কেবল কিছু ছাপা কাগজ প্রেসে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। প্রেস ম্যানেজারের বরাতে জানা যায়, প্রতিদিন ২০০ থেকে ৩০০ কপি পত্রিকা ছাপা হয়। বিল পরিশোধ করা হয় হাতে হাতে বা বিকাশের মাধ্যমে। তবে কোনো রসিদ বা কাগজপত্র দেখাতে পারেননি তিনি।
চিঠিতে আরও বলা হয়, এ পরিস্থিতি ‘সংবাদপত্র ও সাময়িকীর মিডিয়া তালিকাভুক্তি ও নিরীক্ষা নীতিমালা, ২০২২’-এর ৫.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন
ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। বুধবার দিবাগত রাতে উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফজিলা খাতুন (৪৫) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির মিয়া (৩০) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের সেলিম মিয়ার ছেলে। ঘটনার রাতে স্ত্রী রুমা আক্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যান মনির। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি বাড়ি ফিরে আসেন এবং চার বছরের ছেলে রোহানকে নিয়ে চলে যেতে চান। এতে স্ত্রীর সঙ্গে তার আবারও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মনির হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করতে গেলে শাশুড়ি ফজিলা খাতুন বাধা দেন। তখন মনির শাশুড়িকে ছুরিকাঘাত করেন। পাশাপাশি স্ত্রীকেও আঘাত করেন তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফজিলা খাতুনের মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো। তবে অভিযুক্ত পালিয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।