ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক বিরােধের জেরে সৌদি আরব প্রবাসীর স্ত্রী শারমিন আক্তারকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযাগ উঠছে।  এ ঘটনায় পুলিশ ভুক্তভোগীর দুই ভাশুর মঙ্গল মিয়া (৪৫) ও জয়নাল আবদীনকে (৪২) গ্রেপ্তার করেছে।

সােমবার (২১ এপ্রিল) বিকেলে সদর উপজলার সুলতানপুর ইউনিয়নের মধ্যপাড়ায় নির্যাতনের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী গৃহবধূ ব্রাহ্মণবাড়িয়া সদর মডল থানায় মামলা করেছেন। 

নির্যাতনর শিকার গৃহবধূ শারমিন আক্তার সুলতানপুর ইউনিয়নের মধ্যপাড়ার মন্তাজ মিয়ার ছেলে হায়দার আলীর স্ত্রী।

আরো পড়ুন:

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি

নড়াইলে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতার হাত বিচ্ছিন্ন

ভুক্তভাগীর মা নূরজাহান বেগম জানান, প্রায় ১৭ বছর আগে হায়দার আলীর সঙ্গে শারমিনের বিয়ে হয়। হায়দার ১০ বছর ধরে সৌদি আরবে আছেন। ৯ মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন। পরে তিনি সৌদি আরব চলে যান।

তিনি আরো জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায় শারমিনের সঙ্গে তার শ্বশুর বাড়ির লােকজনদের ঝগড়া হত। পারিবারিক এই বিরােধের কারণে সােমবার বিকেলে তার মেয়ে শারমিনকে দুই ভাশুরসহ শ্বশুর বাড়ির লােকজন মারধর করে। তারা বাড়ির একটি নারকেল গাছের সঙ্গে শারমিনকে বেঁধে নির্যাতন করে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন নূরজাহান বেগম।

ভুক্তভাগী শারমিন আক্তার বলেন, “শ্বশুর বাড়ির লাকজন আমার স্বামীর কাছ থেকে দুই লাখ টাকা ধার নিয়েছিল। সেই টাকা তারা ফেরত দেয়নি। আমার স্বামী বারণ করায় আমি তাদর কাছে টাকা চাই না। শ্বশুর বাড়ির লােকজন প্রতিনিয়ত আমার সঙ্গে ঝগড়া করে। আমি সােমবার বিকেলে অন্যত্র বাসা নিয়ে চলে যাওয়ার বিষয়ে স্বামীর সঙ্গে কথা বলেছিলাম। এ সময় দুই ভাশুর, জা ও ভাতিজারা এসে আমাকে ঘর থেক ধরে এনে মারধর করে। পরে গাছের সাথে বেঁধে মারধর করা হয় আমাকে। পরে স্থানীয় মেম্বার এসে আমাকে উদ্ধার করেন।”

তিনি আরো বলেন, “আমি হাসপাতালে চিকিৎসা নিয়েছি। ওই ঘটনায় আমি দুই ভাশুর, তাদের স্ত্রীসহ অন্যদের আসামি করে সােমবার রাতে সদর মডেল থানায় অভিযাগ দিয়েছি। মঙ্গলবার সকালে আমার অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত হয়। আমি এই ঘটনার বিচার চাই।”

সুলতানপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডর ইউপি সদস্য মাে.

রিপন মিয়া বলেন, “শুনেছি শারমিন তার শ্বশুরকে মারধর করেছে, এর জেরে তারা শারমিনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। আমি খবর পেয়ে তাদর বাড়িতে গিয়ে শারমিনকে উদ্ধার করি। ঘটনাটি অত্যন্ত জঘন্য।”

শারমিনের শ্বশুর মন্তাজ মিয়া বলেন, “শারমিন বেপরােয়াভাবে চলাফেরা করত। বিভিন্ন সময় ঘরে তালা দিয় বাড়ির বাইরে চলে যেত। তার বেপরােয়া চলাচলে বাঁধা দেওয়ায় শারমিন আমাকে মারধর করে। এরই জেরে ঘটনার সূত্রপাত হয়।”

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মাজাফ্ফর হােসেন বলেন, “পারিবারিক বিরােধকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। বিষয়টি জানতে পেরে স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আমরা নির্যাতনের শিকার গৃহবধূর ভাসুর মঙ্গল মিয়া ও জয়নাল আবদীনক গ্রেপ্তার করেছি। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

ঢাকা/মাইনুদ্দীন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ

এছাড়াও পড়ুন:

বিবাহবিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন চাহাল

এ বছরের মার্চে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ইউটিউবার–অভিনেত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। ভারতের ইউটিউবার রাজ শামানির সঙ্গে পডকাস্টে সংসার ভাঙা নিয়ে কথা বলেছেন চাহাল।

ভারতের হয়ে ২০২৩ সালে সর্বশেষ খেলা এই লেগ স্পিনার জানিয়েছেন, কয়েক বছর ধরেই তাঁর ও ধনশ্রীর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না। তবু তাঁরা এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত ব্যক্তিগত জীবনের ঝামেলা সামনে নিয়ে আসেননি। তিনি আরও জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পর তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যান এবং একপর্যায়ে আত্মহত্যা করার কথাও ভাবেন।

আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১ ঘণ্টা আগে

ভারতের হয়ে ৭২ ওয়ানডে ও ৮০ টি–টোয়েন্টি খেলা চাহালের কাছে রাজ শামানি জানতে চেয়েছিলেন, ঠিক কী কারণে তাঁদের সম্পর্কটা ভেঙে গেল? ৩৫ বছর বয়সী চাহালের উত্তর, ‘বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল। কিন্তু আমরা সিদ্ধান্ত নিই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ব্যাপারটা সামনে আনব না।’

২০১৬ সালের জুনে ভারতের হয়ে অভিষেক চাহালের। চার বছর পর ধনশ্রীকে বিয়ে করেন তিনি। চাহাল জানিয়েছেন, জাতীয় দলে হয়ে খেলায় তাঁর ব্যস্ত হয়ে পড়া এবং ধনশ্রীরও নিজ ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়ে পড়ায় কেউ কাউকে সময় দিতে পারেননি। সাংসারিক ঝামেলার এটাই মূল কারণ বলে মনে করেন চাহাল।

যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা

সম্পর্কিত নিবন্ধ