ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত: ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
Published: 10th, May 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটার সিগন্যালে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে সাত ঘণ্টা পর আবারও একই স্থানে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।
শনিবার (১০ মে) সকাল ৬টার দিকে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটির শেষ বগির একটি চাকা লাইনচ্যুত হয়। তবে গতরাতে দুর্ঘটনাকবলিত মালবাহী কন্টেইনার ট্রেনটি উদ্ধারের জন্য আনা রিলিফ ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে অবস্থান করায় তাৎক্ষণিক উদ্ধারের কাজ শুরু করা হয়। এক ঘণ্টার মধ্যে কক্সবাজার এক্সপ্রেসের লাইনচ্যুত বগিটি উদ্ধার হয়।
এর আগে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে একই স্থানে একটি কনটেইনারবাহী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছিল। প্রায় সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় মালবাহী ট্রেনটির উদ্ধারকাজ শেষে ভোর ৫টা ৩৩ মিনিটে আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন অতিক্রম করে যাওয়ার সময় স্টেশনের প্রবেশমুখে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ধীরে এগোচ্ছিল। তখনই শেষ বগির একটি চাকা রেললাইন থেকে বিচ্যুত হয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রেলস্টেশন মাস্টার জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির শেষ বগি লাইনচ্যুত হওয়ায় সেটি ফেলে রেখে মাত্র আধা ঘণ্টা পর ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে। আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ডাউন লাইনে মেরামত কাজ চলায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।”
ঢাকা/পলাশ/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব র হ মণব ল ইনচ য ত চ য ত হয় ট র নট
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।