ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে গেলে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টায় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী "ইকরা পরিবহন" নামের বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ। তারা উদ্ধার কাজ চালিয়ে আহতদের চিকিৎসার জন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

আহতদের মধ্যে পরিচিত কয়েকজন হলেন—পটুয়াখালীর মো.

সজিব (২৫), আমতলী বরগুনার সুইটি বেগম (২১), ভোলার মিরাজ কাজী (৩২), এবং গোপালগঞ্জের খাদিজা আক্তার (২৩)। এছাড়াও বাসের হেলপারসহ আরও অন্তত ১৬ জন নারী-পুরুষ আহত হয়েছেন, যাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “বাসটিতে প্রায় ৪০-৪৫ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় ১৫-২০ জন আহত হয়েছেন, তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।”

উপ-পরিদর্শক মো. শাহাদাৎ হোসেন জানান, উদ্ধার কাজ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন র ঘটন

এছাড়াও পড়ুন:

তেলবাহী ট্রাকচাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৩

চুয়াডাঙ্গা সদরের জাফরপুরে তেলবাহী ট্রাকচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যার কিছুক্ষণ আগে চুয়াডাঙ্গা সদরের জাফরপুরে বিজিবি-৬ ব্যাটালিয়ন ক্যাম্পের কাছাকাছি এ দুর্ঘটনায় শিশুসহ আরও চারজন ইজিবাইকের যাত্রী আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

রাত ৯টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, দুজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শিশুসহ আহত চারজন ভর্তি আছেন। এর মধ্যে একজনের আবস্থা আশংকাজনক।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান বলেন, ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে।

সম্পর্কিত নিবন্ধ

  • তেলবাহী ট্রাকচাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
  • মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে সংঘর্ষে আহত ৫০
  • পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০ 
  • জুলাই আন্দোলনে শহীদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া 
  • জুলাই-আগস্ট আহতদের জন্য ইসলামী আন্দোলনের দোয়া অনুষ্ঠিত