চট্টগ্রামে প্রতিপক্ষের হাতে গুলিবিদ্ধ আলী আকবর প্রকাশ ওরফে ঢাকাইয়া আকবর (৪৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

রবিবার (২৫ মে) সকাল ৮ টার দিকে চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডের আইসিইউতে তার মৃত্যু হয়েছে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক এ তথ্য জানিয়েছেন।

গত শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮ টার দিকে নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ থেকে জানা গেছে, পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় শুক্রবার রাতে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন আকবর। ওই সময় হঠাৎ ১০ থেকে ১২ জনের একটি দল এসে আকবরকে লক্ষ্য করে গুলি করতে থাকে। গুলিতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে অস্ত্রধারীরা চলে যায়। পরে আকবরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২ দিন চিকিৎসাধীন থাকার পর আজ (রবিবার) সকালে তার মৃত্যু হয়।

এই ঘটনায় কারাগারে বন্দী শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের অনুসারীরা জড়িত বলে নিহত আকবরের স্বজনদের দাবি। 

আকবর নগরের বায়েজিদ বোস্তামী এলাকার মঞ্জু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে। আকবর সন্ত্রাসী সাজ্জাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিত।

ঢাকা/রেজাউল/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ইশরাককে শপথের আদেশের বিরুদ্ধে আপিল করবেন রিটকারীর আইনজীবী

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছে রিটকারী আইনজীবী কাজী আকবর আলী। 

বৃহস্পতিবার বিএনপি নেতা ইশরাকের পক্ষে আদালতের এ আদেশের পর তিনি এ কথা জানান।  

আইনজীবী কাজী আকবর আলী বলেন, যৌক্তিক অনেক আইনি বিষয় থাকা সত্ত্বেও হাইকোর্ট রিটটি খারিজ করেছেন। এর বিরুদ্ধে আপিল বিভাগে আপিল দায়ের করা হবে। ফলে এখনই শপথ পড়ানো যাবে না।

এর আগে ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটটি খারিজ করেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ আদেশের ফলে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর ক্ষেত্রে আর কোনো বাধা থাকল না। 

সম্পর্কিত নিবন্ধ

  • পতেঙ্গা সৈকতে গুলিবিদ্ধ ‘ঢাকাইয়া’ আকবর নিহত 
  • চট্টগ্রামে গুলিবিদ্ধ ‘সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবরের মৃত্যু
  • চট্টগ্রামে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর গুলিবিদ্ধ
  • পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রকাশ্যে গুলি, ঢাকাইয়া আকবরসহ আহত ২
  • চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবরকে পতেঙ্গা সৈকতে গুলি
  • ইশরাককে শপথের আদেশের বিরুদ্ধে আপিল করবেন রিটকারী আইনজীবী
  • ইশরাককে শপথের আদেশের বিরুদ্ধে আপিল করবেন রিটকারীর আইনজীবী