Samakal:
2025-09-18@01:22:55 GMT

এ কেমন ইরফান সাজ্জাদ

Published: 26th, May 2025 GMT

এ কেমন ইরফান সাজ্জাদ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। বেশ কিছু চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। আসন্ন ঈদুল আজহায় আবারও এই অভিনেতার দেখা মিলছে বড় পর্দায়। মুক্তি পেতে যাচ্ছে বিপ্লব হায়দার পরিচালিত সিনেমা ‘আলী’।

রোববার প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। এই ছবিতে নামভূমিকায় রয়েছেন ইরফান সাজ্জাদ।

পোস্টারে দেখা যায়, এলোমেলো তাঁর চুল। চোখ দুটি রক্তাক্ত, যেখানে প্রতিশোধের নেশা স্পষ্ট। চোখের নিচে ক্ষত চিহ্ন। শরীরে তামাটে রঙ। ছিটকে পড়ছে আগুনের ফুলকি। 

ফার্স্টলুক শেয়ার করে সামাজিকমাধ্যমে অভিনেতা লিখেছেন, ‘আসছে…।’ তাকে এমন ভয়ঙ্কর রূপে আগে কখনও দেখেননি তার অনুরাগীরা।

ইরফান বলেন, ‘এটা এমন একটি চরিত্র যা সবাই করতে চাইবে না। কারণ, এই চরিত্রটি কথা বলতে পারে না! এক কথায়, বাকপ্রতিবন্ধী। সেইসঙ্গে শারীরিক প্রতিবন্ধীও। সবকিছু ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ করে সে। পোস্টার প্রকাশের পর ভালো সাড়া পাচ্ছি। সবাই প্রশংসা করছেন, সাহস দিচ্ছেন। খুব ভালো লাগছে।’ 

সব ঠিক থাকলে কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে আলী। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন বিপ্লব হায়দার নিজেই। প্রযোজক হিসেবে রয়েছেন তাজুল ইসলাম।

প্রসঙ্গত, ২০১৬ সালে মুক্তি পায় ইরফান সাজ্জাদের প্রথম সিনেমা ‘মন জানে না মনের ঠিকানা’। পরের বছর প্রেক্ষাগৃহে আসে ‘ভালোবাসা এমনই হয়’। এ সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি। গত বছরের শেষদিকে মুক্তি পায় ইরফান অভিনীত সিনেমা ‘ভয়াল’। পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। এ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেতার ‘ফুটবল ৭১’। এটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইরফ ন স জ জ দ ইরফ ন স জ জ দ পর চ ল

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ