ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। বেশ কিছু চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। আসন্ন ঈদুল আজহায় আবারও এই অভিনেতার দেখা মিলছে বড় পর্দায়। মুক্তি পেতে যাচ্ছে বিপ্লব হায়দার পরিচালিত সিনেমা ‘আলী’।
রোববার প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। এই ছবিতে নামভূমিকায় রয়েছেন ইরফান সাজ্জাদ।
পোস্টারে দেখা যায়, এলোমেলো তাঁর চুল। চোখ দুটি রক্তাক্ত, যেখানে প্রতিশোধের নেশা স্পষ্ট। চোখের নিচে ক্ষত চিহ্ন। শরীরে তামাটে রঙ। ছিটকে পড়ছে আগুনের ফুলকি।
ফার্স্টলুক শেয়ার করে সামাজিকমাধ্যমে অভিনেতা লিখেছেন, ‘আসছে…।’ তাকে এমন ভয়ঙ্কর রূপে আগে কখনও দেখেননি তার অনুরাগীরা।
ইরফান বলেন, ‘এটা এমন একটি চরিত্র যা সবাই করতে চাইবে না। কারণ, এই চরিত্রটি কথা বলতে পারে না! এক কথায়, বাকপ্রতিবন্ধী। সেইসঙ্গে শারীরিক প্রতিবন্ধীও। সবকিছু ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ করে সে। পোস্টার প্রকাশের পর ভালো সাড়া পাচ্ছি। সবাই প্রশংসা করছেন, সাহস দিচ্ছেন। খুব ভালো লাগছে।’
সব ঠিক থাকলে কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে আলী। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন বিপ্লব হায়দার নিজেই। প্রযোজক হিসেবে রয়েছেন তাজুল ইসলাম।
প্রসঙ্গত, ২০১৬ সালে মুক্তি পায় ইরফান সাজ্জাদের প্রথম সিনেমা ‘মন জানে না মনের ঠিকানা’। পরের বছর প্রেক্ষাগৃহে আসে ‘ভালোবাসা এমনই হয়’। এ সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি। গত বছরের শেষদিকে মুক্তি পায় ইরফান অভিনীত সিনেমা ‘ভয়াল’। পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। এ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেতার ‘ফুটবল ৭১’। এটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইরফ ন স জ জ দ ইরফ ন স জ জ দ পর চ ল
এছাড়াও পড়ুন:
নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: ডিজি
আসন্ন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জোরালো ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি বলেছেন, আনসার সদস্যরা ভোট কেন্দ্রগুলোর প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন সংশ্লিষ্ট কাগজপত্রের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন।
ডিজি আরো বলেন, সাধারণত নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে অস্ত্রধারী এবং অস্ত্রবিহীন নারী ও পুরুষ আনসার সদস্যদের সমন্বয়ে একটি দল মোতায়েন করা হয়। আনসার বাহিনী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করবে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা হবে।তিনি
জানান, আনসার বাহিনী প্রথমবারের মতো ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করেছে, যেখানে প্রতিটি সদস্য সদর দপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমে যুক্ত থাকবেন।
ঢাকা/এমআর/রফিক