রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোটের মশালমিছিলে ‘শাহবাগবিরোধী ঐক্যের ব্যানারে’ ছাত্রশিবিরের নেতা–কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসের প্রতিবাদে আজ মঙ্গলবার রাত আটটার দিকে মশালমিছিল বের করতে গেলে এ হামলা হয় বলে জানিয়েছেন জোটের নেতারা।

এ ঘটনায় বামপন্থী ছাত্রসংগঠনের চার নেতা এবং একজন সাংবাদিক আহত হয়েছেন। অন্যদিকে ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির সেক্রেটারি। এ ঘটনার পর হামলার প্রতিবাদ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আহত ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র গণমঞ্চের সভাপতি নাসিম সরকার, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সংগঠক তারেক আশরাফ, ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কাইসার আহমেদ, ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক আহমেদ ইমতিয়াজ সৈকত এবং বিশ্ববিদ্যালয়ের দেশ রূপান্তরের প্রতিনিধি নোমান ইমতিয়াজ। ইসলামী ছাত্রশিবিরের আহত কর্মীদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামকে বেকসুর খালাসের প্রতিবাদে মশালমিছিলের ডাক দেন গণতান্ত্রিক ছাত্রজোটের নেতা-কর্মীরা। সন্ধ্যা সাড়ে সাতটায় এ মিছিল হওয়ার কথা ছিল। এই কর্মসূচির খবরে শাহবাগবিরোধী ঐক্যের ব্যানারে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিবহন মার্কেটের আমতলায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

অন্যদিকে রাত ৮টা ১০ মিনিটের দিকে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা-কর্মীরা মশাল জ্বালিয়ে উঁচু স্বরে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সমাবেশে উপস্থিত শিবিরের নেতা-কর্মীরা তাঁদের দিকে তেড়ে আসেন। এ সময় উভয় পক্ষ মুখোমুখি অবস্থানের একপর্যায়ে শিবিরের নেতা-কর্মীরা চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নোমান ইমতিয়াজ আহত হন।

মুখোমুখি অবস্থানের একপর্যায়ে শিবিরের নেতা-কর্মীরা চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। আজ মঙ্গলবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট সংলগ্ন সড়কে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর ম র ইসল ম

এছাড়াও পড়ুন:

সেতু থেকে পড়ে নিখোঁজের ১৫ ঘণ্টা পর ইছামতী নদী থেকে যুবকের লাশ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি সেতু থেকে পড়ে ইছামতী নদীতে নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শুক্রবার সকাল ৯টার দিকে যন্ত্রাইল এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

মৃত যুবকের নাম তানজিদ হোসেন (২৬)। তিনি উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের আজিজপুর গ্রামের চান মিয়ার ছেলে।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইছামতী নদীর ওপর নির্মিত নবাবগঞ্জ-যন্ত্রাইল ব্রিজের রেলিংয়ে একা বসে ছিলেন তানজিদ। একপর্যায়ে সেখান থেকে নদীতে লাফিয়ে পড়েন তিনি। পথচারীদের কয়েকজন দৌড়ে গিয়ে তানজিদকে ডুবতে দেখে স্থানীয় বাসিন্দাদের জানায়। পরে পুলিশকে খবর পাঠালে সেখানে গিয়ে খোঁজাখুঁজি করেও রাত ৯টা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। পরে আজ সকাল সাতটা থেকে ইছামতী নদীতে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি ডল। একপর্যায়ে যন্ত্রাইল এলাকা থেকে তাঁর মরদেহ খুঁজে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তাঁর পরিবারের সদস্যরা।

তানজিদের বাবা চান মিয়া বলেন, ‘আমার ছেলেটা কেমনে পড়ে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিল? কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় তাঁর একটি হাত পঙ্গু হয়ে যায়। আমার ধারণা, সে লাফ দেয়নি। হাতে ভর রাখতে না পেরে নিচে পড়ে গেছে।’

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক রাজিবুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় তানজিদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • সেতু থেকে পড়ে নিখোঁজের ১৫ ঘণ্টা পর ইছামতী নদী থেকে যুবকের লাশ উদ্ধার