খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পরমিলা ত্রিপুরা (৩২) নামের এক নারীর মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে পানছড়ি–খাগড়াছড়ি সড়কের মাটিরাঙ্গার তবলছড়ি বিরাশিটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পরমিলা ত্রিপুরা মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকার গুজা ত্রিপুরা স্ত্রী।

পুলিশ ও স্থানীয় মানুষেরা জানান, নিহত পরমিলা ত্রিপুরা আত্মীয়স্বজনের সঙ্গে একটি টেম্পোতে তবলছড়ির ডাকবাংলা এলাকার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ রাখতে না পেরে গাড়িটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে পরমিলা ত্রিপুরার মৃত্যু হয়। এই ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহত ব্যক্তিদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা পরপরই চালক পালিয়ে যান।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

তৌফিকুর রহমান বলেন, যাঁরা গাড়িতে ছিলেন, তাঁরা সবাই একই পরিবারের। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ সুরতহাল করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পরম ল

এছাড়াও পড়ুন:

নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: ডিজি

আসন্ন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জোরালো ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। 

সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তিনি বলেছেন, আনসার সদস্যরা ভোট কেন্দ্রগুলোর প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন সংশ্লিষ্ট কাগজপত্রের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন।

ডিজি আরো বলেন, সাধারণত নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে অস্ত্রধারী এবং অস্ত্রবিহীন নারী ও পুরুষ আনসার সদস্যদের সমন্বয়ে একটি দল মোতায়েন করা হয়। আনসার বাহিনী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করবে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা হবে।তিনি

জানান, আনসার বাহিনী প্রথমবারের মতো ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করেছে, যেখানে প্রতিটি সদস্য সদর দপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমে যুক্ত থাকবেন।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ