নরসিংদীর শিবপুরে বাস ও যাত্রীবাহী অটো বাইকের মুখোমুখি ধাক্কায় আছিয়া নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার স্বামী অটো বাইক চালক আক্তার হোসেন। 

শুক্রবার (১৩ জুন) সকাল সোয়া ৮টার দিকে শিবপুর সাব রেজিস্টার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছিয়া আক্তার (৪০) মনোহরদী উপজেলার বড়চাপা গ্রামের বাসিন্দা। তার স্বামী আক্তার হোসেন পেশায় অটোচালক। তাদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী কাজীপাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আছিয়া আক্তার ও তার স্বামী মনোহরদী ঘুরতে যাচ্ছিলেন। তারা যাত্রী হিসেবে বিভাটেকে (অটো বাইক) উঠেছিলেন। অপরদিকে ঢাকামুখী ছিল অনন্যা সুপার পরিবহনের একটি বাস। শিবপুর সাব রেজিস্টার অফিসের সামনে যান দুটির মুখোমুখি ধাক্কা লাগে।

এতে বিভাটেকে থাকা আছিয়া আক্তার ছিটকে সড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। পাশে থাকা স্বামী আক্তার হোসেনও গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত বাস ও বিভাটেক জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, “পুলিশ তদন্ত করছে। নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঢাকা/হৃদয়/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: ডিজি

আসন্ন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জোরালো ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। 

সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তিনি বলেছেন, আনসার সদস্যরা ভোট কেন্দ্রগুলোর প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন সংশ্লিষ্ট কাগজপত্রের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন।

ডিজি আরো বলেন, সাধারণত নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে অস্ত্রধারী এবং অস্ত্রবিহীন নারী ও পুরুষ আনসার সদস্যদের সমন্বয়ে একটি দল মোতায়েন করা হয়। আনসার বাহিনী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করবে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা হবে।তিনি

জানান, আনসার বাহিনী প্রথমবারের মতো ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করেছে, যেখানে প্রতিটি সদস্য সদর দপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমে যুক্ত থাকবেন।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ