বন্দরে সন্ত্রাসী চামড়া রাজু গ্রেপ্তার
Published: 13th, June 2025 GMT
বন্দরে পাওনা টাকা ফেরত চাওয়ায় বীর মুক্তিযোদ্ধার ছেলে ফাহাদ পাঠানকে কুপিয়ে জখম করেছে চামড়া রাজুসহ তার সন্ত্রাসী বাহিনী ।
পুলিশ সন্ত্রাসী হামলার ঘটনার রাতেই পুলিশ র্যালী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী চামড়া রাজু আহমেদ (৪৪) কে গ্রেপ্তার করতে সক্ষম হয় । গ্রেপ্তারকৃত রাজু র্যালী আবাসিক এলাকার নূর ইসলাম মিয়ার ছেলে।
এ ব্যাপারে আহত ফাহাদ বাদী হয়ে সন্ত্রাসী চামড়া রাজুসহ বেশ কয়েক জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতকে উল্লেখিত মামলায় শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ মাস পূর্বে সন্ত্রাসী রাজু বীর মুক্তিযোদ্ধা শাহাজাদা পাঠানোর ছেলে ফাহাদ পাঠানের কাছ থেকে ৫০ হাজার টাকা ব্যবসার কথা বলে ধার নেয়।
গত বৃহস্পতিবার রাতে রাজুর কাছে তার পাওনা টাকা চাওয়ায় রাজুসহ তার বাহিনীর বাবুল, নাছির, সিফাতসহ কয়েকজন মিলে ফাহাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেয়।
এ ঘটনার পর ফাহাদ পাঠানোর আত্বিয় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপতালে চিকিৎসা করায় এবং থানায় অভিযোগ করে। অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে রাজুর সন্ত্রাসী আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় বাকি সহযোগিরা পালিয়ে যায়।
এ ব্যপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য: এই রাজু ঈদের দিন বিভিন্ন বাড়িতে গিয়ে কোরবানীর চামড়া লুট করে নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।###
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: সন ত র স ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: ডিজি
আসন্ন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জোরালো ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি বলেছেন, আনসার সদস্যরা ভোট কেন্দ্রগুলোর প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন সংশ্লিষ্ট কাগজপত্রের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন।
ডিজি আরো বলেন, সাধারণত নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে অস্ত্রধারী এবং অস্ত্রবিহীন নারী ও পুরুষ আনসার সদস্যদের সমন্বয়ে একটি দল মোতায়েন করা হয়। আনসার বাহিনী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করবে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা হবে।তিনি
জানান, আনসার বাহিনী প্রথমবারের মতো ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করেছে, যেখানে প্রতিটি সদস্য সদর দপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমে যুক্ত থাকবেন।
ঢাকা/এমআর/রফিক