ধামরাইয়ে জমি নিয়ে বিরোধে ২ ভাইকে কুপিয়ে জখম
Published: 21st, June 2025 GMT
ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন- পৌরসভার কুমড়াইল এলাকার বাসিন্দা মো. শাহজাহান মিয়া (৪৫) ও তার ছোট ভাই আজিল উদ্দিন (৪২)।
শুক্রবার (২০ জুন) দুপুরে কুমড়াইল এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহজাহান মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আজিল উদ্দিন শনিবার ধামরাই থানায় চারজনকে আসামি করে একটি মামলা করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আব্দুর রহমান (২৭) ও মোহাম্মদ আলী (২২)।
মামলার এজাহারে বলা হয়, কুমড়াইল মৌজায় পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার অভিযুক্তরা ওই জমিতে নির্মাণকাজ শুরুর চেষ্টা করলে শাহজাহান মিয়া বাধা দেন। তখন অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। ছোট ভাই আজিল উদ্দিন তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়।
আহত ও মামলার বাদি আজিল উদ্দিন বলেন, “আজকে এলাকাবাসী এগিয়ে না এলে ওরা আমাদের দুই ভাইকে মেরেই ফেলত। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
এ সম্পর্কে জানতে আসামি পক্ষের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি। তাদের ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া গেছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। অচিরেই আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে।”
ঢাকা/সাব্বির/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: ডিজি
আসন্ন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জোরালো ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি বলেছেন, আনসার সদস্যরা ভোট কেন্দ্রগুলোর প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন সংশ্লিষ্ট কাগজপত্রের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন।
ডিজি আরো বলেন, সাধারণত নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে অস্ত্রধারী এবং অস্ত্রবিহীন নারী ও পুরুষ আনসার সদস্যদের সমন্বয়ে একটি দল মোতায়েন করা হয়। আনসার বাহিনী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করবে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা হবে।তিনি
জানান, আনসার বাহিনী প্রথমবারের মতো ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করেছে, যেখানে প্রতিটি সদস্য সদর দপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমে যুক্ত থাকবেন।
ঢাকা/এমআর/রফিক