চোখে রোদ চশমা। গায়ে কালো রঙের টি-শার্ট, পরনে ঢিলেঢালা প্রিন্টেড প্যান্ট। পায়ে স্যান্ডেল। মাইক্রোবাস থেকে নেমে এমন লুকে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দেন বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়; যা নিয়ে জোর চর্চা চলছে।

অক্ষয় কুমারের ফ্যাশন সেন্স নিয়ে নেটিজেনরা নানাভাবে কাটাছেঁড়া করছেন। অনেকে রসিকতাও করছেন। পরী নামে এক নারী লেখেন, “আমি আমার পালাজ্জো খুঁজে পাচ্ছি না। ঠিক এটার মতোই।” পরীকে উদ্দেশ্য করে একজন লেখেন, “মেয়েরা ছেলেদের প্যান্ট পরতে পারবে। কিন্তু ছেলেরা পালাজ্জো পরতে পারবে না!”

আরো পড়ুন:

বিতর্কিত অভিনেত্রীর বাড়ি থেকে ৩৪ লাখ টাকার গহনা চুরি

‘এখন যে ধরনের পুরুষদের দেখছি, তাতে বিয়ে করতে ইচ্ছে করে না’

কবিতা নামে একজন লেখেন, “টুইঙ্কেল ম্যামের পালাজ্জো পরেই চলে আসছেন।” অন্য একজন লেখেন, “মনে হচ্ছে, ভুল করে সে তার স্ত্রীরটা পরে ফেলেছে।” একজন লেখেন, “খিলাড়ি’ এখন পালাজ্জো পরা শুরু করেছেন।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে। তবে এ নিয়ে এখনো কোনো বক্তব্য দেননি অক্ষয় কুমার। 

ভারতীয় গণমাধ্যম অক্ষয় কুমারের এই ফ্যাশন বিশ্লেষণ করেছে। সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, অক্ষয় কুমারের এই লুকে যে জিনিসটা সবচেয়ে বেশি নজর কেড়েছে, তা হলো তার প্রিন্টেড প্যান্ট। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো—এর কোনো অর্থই পাওয়া যাচ্ছে না। দূর থেকে এটি দেখে মনে হয়, গোয়ার কোনো রাস্তা থেকে কেনা; যা অক্ষয়ের সঙ্গে একেবারেই মানানসই নয়। 

প্যান্টটিতে এলোমেলো মোটিফ, অদ্ভুত নকশা আর এমন এক রঙের সংমিশ্রণ, যার কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না। এই প্যান্টের পরিবর্তে সাধারণ কিছু ফিটেড জগার্স পরতে পারতেন তিনি, তাহলে হয়তো সেই স্টাইলিশ সুপারস্টারের ইমেজ পাওয়া যেত। আর যদি প্রিন্ট রাখতে চাইতেনই, তাহলে অন্তত রং মিলিয়ে একটি শার্ট পরা যেত। সঙ্গে ক্লিন স্নিকার্স হলে পুরো লুকটাই গোছানো দেখাত।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর একজন ল খ ন

এছাড়াও পড়ুন:

সংগীতশিল্পী দীপ মারা গেছেন

র‍াস্টফ ব্যান্ডের ভোকাল আহরার মাসুদ মারা গেছেন। সেমাবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভক্তদের কাছে দীপ নামে পরিচিত ছিলেন আহরার মাসুদ। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তবে এ শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। 

আরো পড়ুন:

৫০ শয্যার থানচি হাসপাতাল চলছে একজন চিকিৎসকে

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

রাস্টফ ব্যান্ডের ফেসবুক পেজে দীপের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, “এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া বা কোনো শব্দ খুঁজে পাওয়া—প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহারার ‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।” 

দীপের শূন্যতা ব্যাখ্যা করে লেখা হয়, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা। আপনাদের মতো আমরাও এই অপূরণীয় ক্ষতি বোঝার চেষ্টা করছি, চেষ্টা করছি দীপের অসাধারণ প্রতিভাকে সম্মান জানাতে এবং তার চেয়েও বড় কথা—মানুষ হিসেবে তিনি আমাদের কাছে যে অমূল্য ছিলেন, তাকে স্মরণ করতে। এই কঠিন সময়ে সবার কাছে অনুরোধ, দয়া করে পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।” 

তরুণদের কাছে জনপ্রিয় আরেকটি ব্যান্ড পাওয়ারসার্চও দীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, “স্মরণ করছি আহরার মাসুদ দীপকে। কিছুক্ষণ আগে আমরা হারিয়েছি আমাদের প্রিয় ভাই, ঘনিষ্ঠ বন্ধু এবং এক সত্যিকারের শিল্পীকে। এক্লিপস, কার্ল, ক্যালিপসো ও সবশেষ রাস্টফ ব্যান্ডের অবিস্মরণীয় কণ্ঠ আহরার মাসুদ দীপ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” 

পাওয়ারসার্চ আরো লেখেন, “আহরার মাসুদ দীপ শুধু একজন ভোকালিস্টই ছিলেন না, তিনি ছিলেন শক্তি, সৃজনশীলতা আর আবেগের প্রতীক, যিনি তার চারপাশের সবাইকে অনুপ্রাণিত করেছেন; একই সাথে তার অত্যন্ত নমনীয় ব্যবহার, যা সবাইকে তাঁর শুভাকাঙ্ক্ষীই করে ফেলত! শান্তিতে থাকো ভাই, তুমি সব সময় আমাদের গল্পের অংশ হয়ে থাকবে।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ভোররাতে রণক্ষেত্র: নরসিংদীতে নিহত ১, গুলিবিদ্ধ ৫
  • গাজায় ২৬ হাজার শিশু তীব্র অপুষ্টির শিকার: জাতিসংঘ
  • গ্রাহকের কাছে পেয়ারা খেতে চায় জনতা ব্যাংকের কর্মকর্তা
  • গল্পটা এই ক্লাসরুম থেকেই শুরু: ইরফান সাজ্জাদ
  • রাশিয়ায় এক বাঙালি বিপ্লবীর খোঁজে
  • আপনার এত সাহস হয় কী করে, সাংবাদিককে নায়িকা
  • দুবাইয়ে বিকৃত যৌন ব্যবসা চক্রের প্রধানকে চিহ্নিত করল বিবিসির এক অনুসন্ধান
  • মহানবী (সা.)–এর ইন্তেকালের পরে শাসন নিয়ে যা ঘটেছে
  • কুবিতে নতুন ১৮ বিভাগ ও ৪ ইনস্টিটিউট চালুর সুপারিশ
  • সংগীতশিল্পী দীপ মারা গেছেন