ট্রায়াল রুমে গোপন ক্যামেরায় নারীদের ভিডিও ধারণের অভিযোগ উঠেছে রাজধানীর উত্তরা এলাকায় এক কাপড়ের শোরুমের বিরুদ্ধে। এ ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। 

গতকাল রাতে উত্তরার একটি হাসপাতালের বিপরীতে অবস্থিত শোরুমে ঘটনাটি ঘটে। পরে ইরফান সাজ্জাদ ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি জানান। 

আরো পড়ুন:

সুস্থ হয়ে বাসায় ফিরলেন মোস্তফা সরয়ার ফারুকী

‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করে তোপের মুখে স্বাধীন খসরু

ইরফান সাজ্জাদ লিখেন, “খুব জঘন্য একটা ঘটনার সাক্ষী হলাম আজ। ওই শো-রুমের ট্রায়াল রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। আমার পরিচিত এক মেয়ে সেখানে পোশাক পরীক্ষা করতে গিয়ে ক্যামেরা টের পায়। সাহসিকতার সঙ্গে বিষয়টি দোকানদারকে জানালে উল্টো তাদেরকে আটকে ফেলতে চায়। কিন্তু তাদের চিৎকারে আশপাশের কিছু লোক সাহায্য করতে এগিয়ে আসলে দোকানের কয়েকজন কর্মচারী পালিয়ে যায়।” 

এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। তা জানিয়ে ইরফান সাজ্জাদ লেখেন, “ভুক্তভোগীর মতে, কর্মচারীদের পালিয়ে যেতে বিল্ডিংয়ের লোকজন সাহায্য করে! এর মধ্যে পুলিশ আসে এবং লোকটির মোবাইলে এ রকম অসংখ্য ভিডিও পাওয়া যায়!”  

সতর্ক করে ইরফান সাজ্জাদ লেখেন, “লোকটি দেখতে দাড়িওয়ালা ভদ্রলোক টাইপের! সাবধান থাকবেন আপনারা চারপাশে সব ভদ্র বেশি নরপিচাশ!” 

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক ইরফ ন স জ জ দ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ ক্রিকেটের সমস্যা কী, সমাধান কোথায়: শুনুন তামিমের মুখে

এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা কী? কোন বিষয়টি সবার আগে সমাধান করা উচিত?

দুটি প্রশ্নের উত্তরে অনেকেই অনেক কথাই বলবেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারও বিষয়টি ভালো জানার কথা। যেমন তামিম ইকবাল। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তামিমের সামনে দুটি প্রশ্ন রেখেছিলেন। তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যাসিলিটিজ (অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধা) নাই।’

প্রথম আলোর কার্যালয়ে উৎপল শুভ্রকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আড্ডার মেজাজে তামিম বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথাই বলেছেন। নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ লক্ষ্য—এসব নিয়েও বেশ খোলামেলা কথা বলেন সাবেক এই ওপেনার।

আলাপচারিতার একপর্যায়েই বাংলাদেশ ক্রিকেটে এ মুহূর্তের সমস্যার প্রসঙ্গ উঠেছিল। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাবকে সামনে টেনে এনে তামিম বলেছেন, ‘একটা আন্তর্জাতিক ক্রিকেট দলের যে ফ্যাসিলিটিজ দরকার হয় কিংবা বাংলাদেশের মতো দেশে সবচেয়ে জনপ্রিয় খেলার একটি (ক্রিকেট), যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, তার আশপাশেও নেই। পৃথিবীর তৃতীয়, চতুর্থ ধনী বোর্ডের যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, আমরা এর আশপাশেও নেই।’

তামিম বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করলেন, ‘ক্রিকেট দলের প্রতি ভক্তদের যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য যে ফ্যাসিলিটিজ দরকার, আমরা তার আশপাশেও নেই। আপনি মাঝারি মানের ক্রিকেটার হতে পারেন কিংবা মাঝারি মানের ব্যাটসম্যান হতে পারেন, সঠিক অনুশীলনের মাধ্যমে কিন্তু আপনি মাঝারি মান থেকে দুই ধাপ ওপরে উঠতে পারবেন।’

মুশফিকুর রহিম

সম্পর্কিত নিবন্ধ